facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে ঢাবি ছাত্রীসহ নিহত ২


২০ জানুয়ারি ২০২৪ শনিবার, ০৪:৩৮  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


বান্দরবানে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে ঢাবি ছাত্রীসহ নিহত ২

বান্দরবান জেলার রুমা উপজেলার কেউক্রাডং-দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকায় পর্যটকবাহী জিপ গাড়ি পাহাড়ের খাদে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীসহ দুই নারী পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ১০ জন আহত হ‌য়ে‌ছেন।

শনিবার (২০ জানুয়ারি) ১২টার দি‌কে রুম-কেউক্রাডং সড়কের কেউক্রাডং ও দার্জিলিং পাড়ার মাঝামাঝি চিং‌ড়ি ঝি‌রি এলাকায় এই ঘটনা ঘটেছে। বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) শাহ মোজাহিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন— জয়নব খাতুন (২৪) ও ডা. ফিরোজা (৫০)। নিহত জয়নব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের অপরাধবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। বিভাগের চেয়ারম্যান শাহিরা আফরিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত জয়নব খাতুন অপরাধবিজ্ঞানের শিক্ষার্থী। সে একটা ট্রাভেল গ্রুপের সাথে বান্দরবান গিয়েছিল। তার মরদেহ এখন রোমা হাসপাতালে আছে জানতে পেরেছি। এই মুহূর্তে আর বেশি কিছু আমরা জানতে পারিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জানুয়ারি) ৪৫ জনের একটি পর্যটকের দল বান্দরবান জীপ-মাইক্রোবাস স্টেশন থেকে ৫টি পর্যটকবাহী গাড়ি কেউক্রাডং ভ্রমণে যায়। আজ ফেরার পথে রুমা-কেউক্রাডং সড়কের দার্জিলিং পাড়ার মাঝামাঝি এলাকার চিং‌ড়ি ঝি‌রি নামক স্থা‌নে গেলে একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থ‌লেই দুইজন নিহত ও ১০ জ‌ন আহত হন।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহাবুবুল হক জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নারী পর্যটক নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত এলাকা থে‌কে পর্যটকদের উদ্ধারে কাজ চলমান রয়েছে।

জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, ঢাকা থেকে বেড়াতে আসা ৫৮ জনের একটি টিম ৫টি জীপ গাড়ি নিয়ে গতকাল শুক্রবার সকালে রুমা উপজেলার বগালেক যায়। এরপর তারা আজ বগালেক থেকে কেওক্রাডং ভ্রমণ শেষে বান্দরবান সদরে ফেরার পথে বগালেক-কেওক্রাডং সড়কের দার্জিলিং পাড়ায় একটি জীপ দুর্ঘটনায় শিকার হয়। এতে ঘটনাস্থলে দুই পর্যটক নিহত ও ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে চিকিৎসার পাশাপাশি নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: