facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ জানুয়ারি বুধবার, ২০২৫

Walton

বাসররাতে অস্ত্র হাতে নতুন বউ


২২ জানুয়ারি ২০২৫ বুধবার, ০২:১৯  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বাসররাতে অস্ত্র হাতে নতুন বউ

সোমবার রাতে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘ধুম ধাম’ সিনেমার টিজার। ইয়ামি গৌতম ও প্রতীক গান্ধী অভিনীত এই সিনেমার টিজার দেখে রীতিমতো মুগ্ধ দর্শকেরা। অন্তর্জালে অনেকেই টিজারের প্রশংসা করছেন। কী আছে টিজারে? ফুলশয্যার রাত কীভাবে অন্যদিকে মোড় নিল, সেই গল্পের আভাস দেওয়া হয়েছে ১ মিনিট ৩২ সেকেন্ডের টিজারে।

টিজারে দেখা যাচ্ছে, এক নবদম্পতি ফুলশয্যার রাতে একে অপরের পাশে বসে আছে। দুজনই ভীষণ লাজুক। হঠাৎই দরজায় ধাক্কা দেয় এক অপরিচিত ব্যক্তি।

তারপর মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা। একের পর এক ব্যক্তি ঢুকে পড়ে বাসরঘরে।

এরপর দেখা যায়, কনে চরিত্রে অভিনয় করা ইয়ামি গৌতম বন্দুক হাতে আততায়ীর ওপর ঝাঁপিয়ে পড়েছেন স্বামীকে বাঁচানোর জন্য। স্ত্রীর হাতে বন্দুক দেখে রীতিমতো হতবাক স্বামী চরিত্রে অভিনয় করা প্রতীক গান্ধী। দুই বিপরীত স্বভাবের দুই মানুষের বিয়ের গল্প দেখানো হয়েছে এই সিনেমায়।

সিনেমাটি পরিচালনা করেছেন ঋষভ শেঠ। প্রযোজক আদিত্য ধর ও লোকেশ ধর সিনেমাটি নিয়ে হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘আমরা পুরোপুরি বিনোদনমূলক একটা সিনেমা বানাতে চেয়েছি। সিনেমায় যেমন হাস্যরস থাকবে, তেমন অ্যাকশনও থাকবে। ইয়ামি ও প্রতীক দুজনই দুর্দান্ত কাজ করেছেন।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: