০৯ ডিসেম্বর ২০২৪ সোমবার, ১০:০৬ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক রোববার বিএনপি ও জামায়াতের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। ঢাকার বারিধারায় হাইকমিশনারের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ব্রিটিশ হাইকমিশন এক্স (সাবেক টুইটার) বার্তায় জানিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারা বাংলাদেশের প্রতি যুক্তরাজ্যের সমর্থন এবং অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ ভবিষ্যতের দিক নিয়ে আলোচনা করেন।
বিএনপির সূত্রে জানা যায়, বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ–আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ফাহিমা নাসরিন এবং নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
একই দিনে ব্রিটিশ হাইকমিশনার জামায়াতের নেতাদের সঙ্গেও বৈঠক করেন। জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টের এক সদস্য বাংলাদেশ ও জামায়াত সম্পর্কে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। এ নিয়ে জামায়াতের পক্ষ থেকে প্রতিবাদলিপি হাইকমিশনার সারাহ কুকের হাতে তুলে দেওয়া হয়।
জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন দলের আমির শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের এবং লিঁয়াজো কর্মকর্তা মাহমুদুল হাসান।
দুই দলের সঙ্গে বৈঠকের মাধ্যমে যুক্তরাজ্য বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে সংলাপ ও সহযোগিতার আহ্বান জানিয়ে একটি স্থিতিশীল, গণতান্ত্রিক ভবিষ্যৎ বিনির্মাণের উপর গুরুত্বারোপ করেছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।