facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১১ মার্চ মঙ্গলবার, ২০২৫

Walton

বিএসইসি সংকট নিরসনে জরুরি বৈঠক


০৯ মার্চ ২০২৫ রবিবার, ১২:০০  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বিএসইসি সংকট নিরসনে জরুরি বৈঠক

শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অভ্যন্তরীণ অস্থিরতা নিরসনে আজ ৯ মার্চ রবিবার, এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে সকাল ১১টায় শুরু হওয়া এই বৈঠকে সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ শেয়ারবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা উপস্থিত থাকবেন।

বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), শীর্ষ ব্রোকারেজ হাউজ, সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), এবং সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল)-এর প্রতিনিধিরা অংশ নেবেন।

এ বৈঠকের গুরুত্ব আরও বেড়েছে গত ৫ মার্চের চাঞ্চল্যকর ঘটনার পর। ওইদিন বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা কমিশনের চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে বিভিন্ন দাবি আদায়ের চেষ্টা করেন। তারা মূল ফটকে তালা লাগিয়ে সিসি ক্যামেরা, ওয়াই-ফাই, লিফট ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কমিশনের কর্মকর্তাদের উদ্ধার করেন।

এ ঘটনার জেরে শেরেবাংলা নগর থানায় বিএসইসির ১৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যা বর্তমানে তদন্তাধীন। আজকের বৈঠকে এই সংকট নিরসনের পাশাপাশি শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার উপায় নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ