০৬ মার্চ ২০২৫ বৃহস্পতিবার, ০১:৩৪ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তা-কর্মচারীরা বৃহস্পতিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। এতে সংস্থাটির কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও তিন কমিশনার কার্যালয়ে আসেননি, ফলে সংস্থার মূল প্রশাসনিক তলায় নেমে এসেছে নিস্তব্ধতা।
বেলা ১১টায় সরেজমিনে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ সংস্থাটির দ্বিতীয় তলায় মাল্টিপারপাস হলে একত্রিত হয়ে আলোচনা করছেন। নির্বাহী পরিচালকেরাসহ শীর্ষ কর্মকর্তারা ষষ্ঠ তলায় বৈঠকে বসেছেন। তবে পঞ্চম তলায় চেয়ারম্যান ও কমিশনারদের দপ্তর একেবারেই ফাঁকা। তাদের নামফলকও ভাঙা অবস্থায় পড়ে রয়েছে।
বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা চেয়ারম্যান ও তিন কমিশনারের পদত্যাগের দাবিতে একযোগে কর্মবিরতি পালন করছেন। যদিও প্রতিদিনের মতো অফিসে উপস্থিত হয়েছেন বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী, তবে তারা কোনো কাজ করছেন না। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংস্থার কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সকালে ৮ থেকে ১০ জন বিনিয়োগকারী বিএসইসির প্রধান ফটকের সামনে জড়ো হয়ে চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত এই বিক্ষোভে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদের পদত্যাগের দাবিও জানানো হয়।
গত বুধবার বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা ছড়ায়। এ ঘটনায় অসন্তুষ্ট কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং চার ঘণ্টা ধরে বিএসইসির চেয়ারম্যান ও তিন কমিশনারকে ‘অবরুদ্ধ’ করে রাখেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে চেয়ারম্যান ও কমিশনারদের উদ্ধার করে। কিন্তু এর পরদিন বৃহস্পতিবারও তাদের কেউ অফিসে ফেরেননি, যা পুরো বিএসইসির কার্যক্রমকে স্থবির করে তুলেছে।
দেশের পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার এই সংকট বাজারেও প্রভাব ফেলতে পারে বলে
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।