০৫ মার্চ ২০২৫ বুধবার, ১১:২৩ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, যা বিএসইসির ইতিহাসে প্রথম নজিরবিহীন ঘটনা। ৪ মার্চ, ২০২৫ তারিখে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত এক আদেশে তাকে অবসরে পাঠানো হয়।
বিএসইসির চাকরি বিধিমালার ৬৩ ধারার আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, এটি প্রথম ঘটনা হলেও ভবিষ্যতে আরও কর্মকর্তার নাম এ তালিকায় যুক্ত হতে পারে।
গত বছর ২২ আগস্ট খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর সাইফুর রহমানকে ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগ থেকে সরিয়ে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) বিভাগের দায়িত্ব দেওয়া হয়। এর ফলে কার্যত তাকে ওএসডি (অফিস স্টেশনড) করা হয়।
পরবর্তীতে, ৯ সেপ্টেম্বর সেই দায়িত্ব থেকেও তাকে সরিয়ে দেওয়া হয় এবং তখন থেকে তিনি অফিসে এলেও কোনো কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন না।
বিএসইসির এই সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির অভ্যন্তরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এটি কমিশনের ভবিষ্যৎ কাঠামো পুনর্বিন্যাসের ইঙ্গিত হতে পারে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।