facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ মার্চ বুধবার, ২০২৫

Walton

বিএসইসিতে ন্যাক্কারজনক ঘটনা, বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন


১০ মার্চ ২০২৫ সোমবার, ১১:০৪  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বিএসইসিতে ন্যাক্কারজনক ঘটনা, বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, বিএসইসিতে সংঘটিত সাম্প্রতিক ঘটনা দেশে ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ন করেছে। তিনি আরও উল্লেখ করেন, এমন ন্যাক্কারজনক ঘটনা বিশ্বব্যাপী কোনো রেগুলেটরি সংস্থায় এই প্রথমবারের মতো ঘটেছে।

সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় তিনি এসব কথা বলেন। বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের সাথে কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখসহ বিএসইসির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

চেয়ারম্যান বলেন, বিএসইসির ইতিহাসের এক ক্রান্তিকালে সবাই একত্রিত হয়েছেন। গত ৫ মার্চ সংঘটিত ঘটনাকে তিনি চরম অনভিপ্রেত উল্লেখ করে বলেন, কিছু উচ্ছৃঙ্খল কর্মচারীর প্ররোচনা, ইন্ধন এবং অংশগ্রহণে এটি ঘটেছে। এ ধরনের ঘটনা প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি গুরুতর ফৌজদারি অপরাধ। তিনি জানান, এই ঘটনা পুঁজিবাজারের জন্য মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলেছে।

তিনি আরও বলেন, "এটি জাতীয় জীবনে এক দুঃখজনক অধ্যায়। তবে কমিশন বিশ্বাস করে, বিএসইসির সকল কর্মকর্তা-কর্মচারী এতে সম্পৃক্ত ছিলেন না এবং অংশগ্রহণকারীদের অনেকেই স্বতঃস্ফূর্তভাবে এতে যুক্ত হননি। এই বিষয়টি মাথায় রেখেই প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।"

বিএসইসি চেয়ারম্যান জানান, সামগ্রিক ঘটনার ব্যাপারে সরকারের সর্বোচ্চ কর্তৃপক্ষসহ বিভিন্ন এজেন্সিও অবগত রয়েছে। ইতোমধ্যে কমিশন কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের সাথে পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল পক্ষ একাত্মতা প্রকাশ করেছে। তিনি বলেন, "জাতীয় স্বার্থে একটি গুরুত্বপূর্ণ রেগুলেটরি সংস্থা এভাবে চলতে পারে না। ভবিষ্যতে সকল কর্মকর্তা-কর্মচারীকে পরিপূর্ণ দায়িত্বশীলতা ও শৃঙ্খলার সাথে কাজ করতে হবে।"

তিনি আশা প্রকাশ করেন, যারা নিষ্ঠা ও সততার সাথে কাজ করছেন, তারা বিএসইসির এই ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ভবিষ্যতে সকলের সহযোগিতায় বিএসইসি তার কার্যক্রম আরও গতিশীলতার সাথে পরিচালনা করবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ