facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৮ ডিসেম্বর শনিবার, ২০২৪

Walton

বিএসইসির নজরদারিতে ১১ কোম্পানির কার্যক্রম: বিশেষ তদন্ত শুরু


২৭ ডিসেম্বর ২০২৪ শুক্রবার, ০৮:২২  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বিএসইসির নজরদারিতে ১১ কোম্পানির কার্যক্রম: বিশেষ তদন্ত শুরু

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত ১১টি কোম্পানির কারখানা, অফিস, আর্থিক হিসাব এবং ব্যবসায়িক কার্যক্রম খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের লক্ষ্য বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং পুঁজিবাজারে সুশাসন নিশ্চিত করা।

তদন্তের আওতায় থাকা কোম্পানিগুলো:
আমরা নেটওয়ার্ক লিমিটেড, বেস্ট হোল্ডিংস লিমিটেড, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড, লুব-রেফ বাংলাদেশ লিমিটেড, নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেড, রিং সাইন টেক্সটাইলস লিমিটেড, বাংলাদেশ শপিং কর্পোরেশন লিমিটেড, শিকদার ইন্স্যুরেন্স লিমিটেড, সিলভা ফার্মাসিটিক্যালস লিমিটেড এবং একটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড।

তদন্তের মূল লক্ষ্য:
১. আইপিও, আরপিও এবং রাইট শেয়ারের মাধ্যমে উত্তোলিত অর্থ সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা তা যাচাই।
২. কারখানা ও অফিসের কার্যক্রমে কোনো অসঙ্গতি আছে কিনা তা নিশ্চিত করা।
৩. কোম্পানির আর্থিক হিসাব ও রেকর্ড যাচাই করে লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করা।

তদন্ত প্রক্রিয়া ও সময়সীমা:
প্রতিটি কোম্পানির জন্য তিন সদস্যের পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিগুলো ৩০ থেকে ৬০ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। তদন্ত কর্মকর্তারা কোম্পানির আয়-ব্যয়, নগদ প্রবাহ, ব্যাংক লেনদেন, এবং সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে লেনদেনসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখবেন।

বিশেষ নজরদারিতে একটিভ ফাইন কেমিক্যালস:
এ কোম্পানির কর্পোরেট গভর্ন্যান্স, পরিচালনা পর্ষদের ভূমিকা, শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা এবং আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা নিয়ে বাড়তি পর্যবেক্ষণ করা হবে।

বিএসইসির মুখপাত্রের বক্তব্য:
বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম বলেন, "বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কমিশন তালিকাভুক্ত কোম্পানিগুলোর কার্যক্রম ও উত্তোলিত অর্থের ব্যবহারে নজরদারি জোরদার করেছে।"

তদন্তে যেসব বিষয় গুরুত্ব পাবে:

  • আর্থিক প্রতিবেদনের সঠিকতা।
  • মুনাফার ব্যবহার এবং লভ্যাংশ বিতরণ।
  • কোম্পানির সুশাসন এবং শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষা।
  • কোনো আর্থিক অসঙ্গতি বা অনিয়ম হলে তার কারণ অনুসন্ধান।

এই উদ্যোগ পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠা ও বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: