facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৬ জানুয়ারি সোমবার, ২০২৫

Walton

বিএসইসির নতুন উদ্যোগে বেক্সিমকোর ৩ প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক


০৪ জানুয়ারি ২০২৫ শনিবার, ১১:৩৪  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বিএসইসির নতুন উদ্যোগে বেক্সিমকোর ৩ প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানিতে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই উদ্যোগের মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও কোম্পানিগুলোর সুশাসন নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে।

নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ পেয়েছে বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, এবং শাইনপুকুর সিরামিকস। বিএসইসি জানায়, বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মায় ৯ জন এবং শাইনপুকুর সিরামিকসে ৭ জন স্বতন্ত্র পরিচালক দায়িত্ব পালন করবেন।

নিয়োগপ্রাপ্ত পরিচালকগণ

নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন:

  • বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মা:
    অধ্যাপক শাহিনুর ইসলাম (বুয়েট), সৈয়দ রেজাউল করিম, সুলতান মাহমুদ বিন জুলফিকার, মোহাম্মদ ফোরকান উদ্দিন, মির্জা আমিনুর রহমান, এম নুরুল আলম, শেখ নাহার মাহমুদ, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাত উল ইসলাম, এবং আনোয়ার হোসেন।
  • শাইনপুকুর সিরামিকস:
    উপরের ৯ জনের মধ্যে ৭ জন দায়িত্ব পালন করবেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরীকে অন্তর্ভুক্ত করে।

নিয়োগের উদ্দেশ্য

বিএসইসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে এবং উপদেষ্টা কমিটির সুপারিশে এ নিয়োগ সম্পন্ন হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে এই উদ্যোগ বিনিয়োগকারীদের জন্য আরও সুরক্ষা নিশ্চিত করবে এবং কোম্পানিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে।

নতুন নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র পরিচালকেরা পরবর্তী তিন বছর এসব প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করবেন।

এই উদ্যোগকে শেয়ারবাজারে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: