০৪ জানুয়ারি ২০২৫ শনিবার, ১১:৩৪ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ পেয়েছে বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, এবং শাইনপুকুর সিরামিকস। বিএসইসি জানায়, বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মায় ৯ জন এবং শাইনপুকুর সিরামিকসে ৭ জন স্বতন্ত্র পরিচালক দায়িত্ব পালন করবেন।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন:
বিএসইসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে এবং উপদেষ্টা কমিটির সুপারিশে এ নিয়োগ সম্পন্ন হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে এই উদ্যোগ বিনিয়োগকারীদের জন্য আরও সুরক্ষা নিশ্চিত করবে এবং কোম্পানিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে।
নতুন নিয়োগপ্রাপ্ত স্বতন্ত্র পরিচালকেরা পরবর্তী তিন বছর এসব প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করবেন।
এই উদ্যোগকে শেয়ারবাজারে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।