০৬ নভেম্বর ২০২৩ সোমবার, ০৬:১৩ পিএম
সংবাদ বিজ্ঞপ্তি
শেয়ার বিজনেস24.কম
![]() |
ব্যাংক থেকে ইস্যু করা মাস্টারকার্ড বা ভিসার নতুন ডেবিট কার্ড বিকাশ অ্যাকাউন্টে সেভ করে প্রথমবার ২ হাজার ৫০০ টাকা অ্যাড মানি করলেই ২০ টাকা ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকরা। স্বাচ্ছন্দ্যময় ও সাশ্রয়ী ডিজিটাল লেনদেনে গ্রাহকদের আরও আগ্রহী করে তুলতে অফারটি নিয়ে এসেছে বিকাশ। এটি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। সোমবার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি কিংবা দৈনন্দিন লেনদেনে ঘরে বসে দিন-রাত ২৪ ঘণ্টা কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে অ্যাড মানি করতে পারছেন গ্রাহকরা। এরপর ক্যাশ আউট থেকে শুরু করে সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, অফলাইন/অনলাইন কেনাকাটার পেমেন্ট দেওয়া, বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদান, শিক্ষাপ্রতিষ্ঠানের ফি দেওয়া, বাস-ট্রেন-বিমানেরর টিকিট কাটা, বিভিন্ন ধরনের সরকারি ফি পরিশোধ, সেভিংস, ইনস্যুরেন্সসহ অসংখ্য সেবা নেওয়া যাচ্ছে খুব সহজে।
বিকাশ অ্যাকাউন্টে ডেবিট কার্ড সেভ করে অ্যাডমানি করার তিন কার্যদিবসের মধ্যে গ্রাহক ক্যাশব্যাক পেয়ে যাবেন। যে সব গ্রাহক আগে কখনও ভিসা বা মাস্টারকার্ড বিকাশ অ্যাকাউন্টে সেভ করে অ্যাড মানি করেননি, শুধু তাদের জন্য অফারটি প্রযোজ্য। অফার চলাকালীন সময়ে একজন গ্রাহক একবারই বোনাস নিতে পারবেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।