১৫ জুন ২০২৩ বৃহস্পতিবার, ১১:২২ এএম
আন্তর্জাতিক ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
জাঁকজমক জীবনযাত্রার জন্য বিখ্যাত সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। সেই শহরের সবচেয়ে দামি বাড়িটি এবার বিক্রির পথে। ‘মার্বেল প্যালেস’ নামে বিলাসবহুল ওই বাড়ির সম্ভাব্য যে দাম ধরা হয়েছে, তাতে চোখ কপালে উঠতে পারে- মাত্র ২ হাজার ২২৫ কোটি টাকা (৭৫ কোটি দিরহাম)! স্বাভাবিকভাবেই, এর সম্ভাব্য ক্রেতা রয়েছেন হাতেগোনা কয়েকজন। তারা কারা?
তার আগে জেনে নেওয়া যাক কী কী রয়েছে বাড়িটিতে। দুবাইয়ের এমিরেটস হিল এলাকায় অবস্থিত এই বাড়িতে ইনডোর স্পেসই রয়েছে ৬০ হাজার বর্গফুট। তবে বেডরুমের সংখ্যা মাত্র পাঁচটি। সবচেয়ে বড় বেডরুমের আকার চার হাজার বর্গফুট।
গ্রাউন্ড ফ্লোরজুড়ে রয়েছে ডাইনিং ও বিনোদনের ব্যবস্থা। বাড়িতে রয়েছে ১৫টি গাড়ি রাখার মতো বিশাল গ্যারেজ, ১৯টি বাথরুম, ইনডোর ও আউটডোর পুল, ৮০ হাজার লিটারের একটি কোরাল রিফ অ্যাকুয়ারিয়াম, একটি বৈদ্যুতিক সাবস্টেশন এবং একটি প্যানিক রুম।
ইটালিয়ান মার্বেলে তৈরি দুবাইয়ের এই বাড়ি তৈরিতে সময় লেগেছে প্রায় ১২ বছর। ২০১৮ সালে শেষ হয় এর নির্মাণকাজ। বাড়ির মালিক নিজের পছন্দমতো প্রায় ৪০০টি শিল্পকর্ম দিয়ে সাজিয়েছেন দৃষ্টিনন্দন স্থাপনাটি। এর মধ্যে রয়েছে উনবিংশ ও বিংশ শতাব্দীর নানা ভাস্কর্য ও চিত্রকর্ম। ক্রেতা চাইলে এগুলোও দরদাম করে কিনে রাখতে পারবেন।
বাড়িটির মালিক স্থানীয় একজন প্রোপার্টি ডেভেলপার। তবে তার নামপ্রকাশ করা হয়নি। বাড়িটি বিক্রি করে দেওয়ার দায়িত্ব নিয়েছে লুক্সহ্যাবিট্যাট সোথবি’স ইন্টারন্যাশনাল রিয়েলিটি। সংস্থাটির ব্রোকার কুনাল সিংয়ের মতে, বাড়িটি সবার রুচি বা স্টাইল অনুসারে নয়। তার ধারণা, পৃথিবীতে ‘মার্বেল প্যালেস’ কেনার মতো যথেষ্ট ধনী ও সম্ভাব্য ক্রেতা রয়েছেন মাত্র পাঁচ থেকে ১০ জন।
কুনাল জানিয়েছেন, গত তিন সপ্তাহে দুজন সম্ভাব্য ক্রেতা বাড়িটি দেখে গেছেন। এদের একজন রাশিয়ার এবং আরেকজন ভারতের। রাশিয়ার লোকটি তার একজন প্রতিনিধি পাঠিয়েছিলেন। তাকে অবশ্য বাড়িটি কিনতে হলে এত টাকা কীভাবে পাঠাবেন সেই উপায় বের করতে হবে।
আর ভারতীয় যে সম্ভাব্য ক্রেতা মার্বেল প্যালেস দেখেছেন, তার এরই মধ্যে এমিরেটস হিলসে তিনটি সম্পত্তি রয়েছে। তবে তার স্ত্রী আরও সমসাময়িক কিছু খুঁজছেন। সূত্র: ব্লুমবার্গ, এনডিটিভি
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।