facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৭ জানুয়ারি মঙ্গলবার, ২০২৫

Walton

বিক্রয়কেন্দ্র থেকে পণ্য নিলে মূল্যছাড় দেবে আমাজন


১০ মে ২০২৩ বুধবার, ০৬:২৩  পিএম

আন্তর্জাতিক ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


বিক্রয়কেন্দ্র থেকে পণ্য নিলে মূল্যছাড় দেবে আমাজন

অনলাইনে পণ্যের অর্ডার করলে গ্রাহকের বাড়ি পর্যন্ত পৌঁছে দিত ই-কমার্স জায়ান্ট আমাজন। তবে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে নতুন অফার দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ অফারে আমাজনের বিক্রয়কেন্দ্রে এসে পণ্য কিনলে গ্রাহককে দেওয়া হবে মূল্যছাড়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ই-মেইলের মাধ্যমে গ্রাহকদের জানানো হয়েছে, ২৫ ডলার বা তার বেশি পরিমাণ অর্থের পণ্যের অর্ডারগুলোয় আমাজন ১০ ডলার পর্যন্ত মূল্যছাড় দেবে। এজন্য তাদের পণ্য নিতে বিক্রয়কেন্দ্র পর্যন্ত আসতে হবে। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে আমাজনের সঙ্গে যোগাযাগ করা হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আমাজনের এ অফারের বিষয়ে নিউইয়র্কভিত্তিক শিপিং পরামর্শদাতা প্রতিষ্ঠান আপস্টেটের কর্মকর্তা ডেন ম্যাসিউবা বলেন, আমাজন বাড়ি পর্যন্ত পণ্য ডেলিভারির বিপরীতে তাদের বিক্রয়কেন্দ্র ব্যবহারে গ্রাহকদের অভ্যস্ত করতে পারলে উভয় পক্ষই উপকৃত হবে। এতে ব্যয়বহুল পণ্য ডেলিভারির অতিরিক্ত খরচ থেকেও গ্রাহকরা মুক্তি পাবেন।

এতে গ্রাহকও কোনো ধরনের ত্রুটিপূর্ণ পণ্য খুব সহজে যথাস্থানে ফেরত দিতে পারবেন। কারণ ইউনাইটেড পার্সেল সার্ভিস স্টোরের মাধ্যমে আমাজনের পণ্য ফেরত দিতে গ্রাহকদের ফি বাবদ এক ডলার অতিরিক্ত খরচ করতে হয়। কিন্তু পণ্য সংগ্রহ কেন্দ্রগুলোয় ত্রুটিপূর্ণ পণ্য ফেরত দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় গ্রাহকদেরও কোনো খরচ করতে হবে না। সূত্র: রয়টার্স

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: