facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৪

Walton

বিগ স্কোরিং ম্যাচে কলকাতাকে জেতালেন রাসেল


২৪ মার্চ ২০২৪ রবিবার, ১০:০৭  এএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


বিগ স্কোরিং ম্যাচে কলকাতাকে জেতালেন রাসেল

আইপিএলের তৃতীয় ম্যাচটি বেশ জমজমাটই হলো। তবে একাই অলরাউন্ড পারফরম্যান্সে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়ে দিলেন আন্দ্রে রাসেল। বিগ স্কোরিং ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৪ রানে হারিয়েছে কলকাতা।

ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করা কলকাতা নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে ২০৪ রানে শেষ হয় হায়দ্রাবাদের ইনিংস।

টস হেরে ব্যাট করতে নামা কলকাতার টপঅর্ডারের ৪ ব্যাটার দ্রুত ফিরে গেলেও ঝড় তোলেন ফিল সল্ট। এই ওপেনার ৪০ বলে ৩টি চার ও সমান ছক্কায় ৫৪ রান করেন। ঝড়ো ব্যাট করেন রামানদীপ সিংও। তিনি ১৭ বলে একটি চার ও ৪টি ছক্কায় ৩৫ রানে আউট হন। তবে মূল ঝড়টা তোলেন ক্যারিবীয়ান তারকা রাসেল। তিনি ২৫ বলে ৩টি চার ও ৭টি বিশাল ছক্কায় ৬৪ রানে অপরাজিত থাকেন।

হায়দ্রাবাদের হয়ে টি নটরাজন ৩টি উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদও শুরুটা ভালো করে। তবে কেউই সেভাবে ইনিংস বড় করতে পারছিলেন না। তবে হেনরিখ ক্লাসেন রীতিমতো টর্নেডো শুরু করেন। এই দক্ষিণ আফ্রিকান ২৯ বলে ৮টি ছক্কায় ৬৩ করে ইনিংসে দ্বিতীয় শেষ বলে আউট হন। কলকাতা শেষ বলে জয় নিশ্চিত করে।

কলকাতার হারশিত রানা সর্বোচ্চ ৩টি উইকেট পান। রাসের ২টি উইকেট দখল করেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ