facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩১ মার্চ সোমবার, ২০২৫

Walton

বিচ হ্যাচারির শেয়ারে কারসাজির অভিযোগ! তদন্তে নেমেছে বিএসইসি


২৬ মার্চ ২০২৫ বুধবার, ০৭:০৬  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বিচ হ্যাচারির শেয়ারে কারসাজির অভিযোগ! তদন্তে নেমেছে বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের শেয়ারের দাম ও লেনদেন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সন্দেহের চোখ বিএসইসির। বাজারে কোনো ধরনের কারসাজি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ

বিএসইসির উপ-পরিচালক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ডিএসইকে জানানো হয়েছে যে, সন্দেহজনক লেনদেন এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ চিহ্নিত করতে হবে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, যদি কোনো সন্দেহজনক ট্রেড এক্সিকিউশন পাওয়া যায়, যা বাজারের শৃঙ্খলা বিনষ্ট করতে পারে, তবে তা সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কমপ্লায়েন্স অফিসার বা সিইওকে অবহিত করতে হবে।

অস্বাভাবিক লেনদেনে কারসাজির আশঙ্কা

বিএসইসির মতে, সাম্প্রতিক সময়ে বিচ হ্যাচারির শেয়ারদর ও লেনদেনের উল্লেখযোগ্য বৃদ্ধি স্বাভাবিক নয়, বরং এটি সন্দেহজনক। তদন্তের মাধ্যমে বাজার কারসাজি, ইনসাইডার ট্রেডিং এবং অন্যান্য অনিয়মের সম্ভাব্য কারণগুলো খুঁজে বের করতে হবে।

নিয়ম লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা

তদন্ত চলাকালীন যদি দেখা যায় যে, কোম্পানির সন্দেহজনক লেনদেন সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০-এর আচরণবিধি লঙ্ঘন করেছে, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাজার বিশ্লেষকদের মতে, পুঁজিবাজারে স্বচ্ছতা বজায় রাখতে এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ। তদন্তের ফলাফলের ওপর নির্ভর করবে বিচ হ্যাচারি লিমিটেডের ভবিষ্যৎ বাজার পরিস্থিতি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ