facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ মার্চ বুধবার, ২০২৫

Walton

বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম


১০ মার্চ ২০২৫ সোমবার, ১১:৪৮  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি নয়: এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

 

বিচার ও সংস্কার প্রক্রিয়া বিলম্বিত না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, "নির্বাচন নয়, আগে বিচার ও সংস্কার সম্পন্ন করতে হবে। যারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করছেন, তারা দেশকে আবার অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন।"

সোমবার (১০ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণ-অভ্যুত্থানের শহীদদের পরিবার ও আহতদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিচারের রোডম্যাপ ঘোষণার দাবি

নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ প্রকাশের দাবি জানান। তিনি বলেন, "কত দিনের মধ্যে, কী প্রক্রিয়ায় বিচার হবে, সংস্কার কার্যকর হবে—এর সুস্পষ্ট রোডম্যাপ জনগণ জানতে চায়।"

"নির্বাচনের বিপক্ষে নই, তবে আগে বিচার ও সংস্কার"

কিছু রাজনৈতিক দল এনসিপিকে ইঙ্গিত করে বলছে, দলটি নির্বাচন পেছানোর পক্ষে। এর জবাবে নাহিদ ইসলাম বলেন, "আমরা নির্বাচনের বিপক্ষে নই। আমরা নিজেরাও একটি রাজনৈতিক দল গঠন করেছি। তবে আগে বিচার ও সংস্কার নিশ্চিত করেই নির্বাচন হতে হবে।"

তিনি আরও বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট সংবিধান অকার্যকর প্রমাণিত হয়েছে। জনগণ একটি নতুন সংবিধান চায়। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা তা বাস্তবায়ন করব।"

"আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ স্পষ্ট করতে হবে"

জুলাই অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে দেশে নতুন সংকট সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, "বিচার ছাড়াই যদি নতুন সরকার আসে, তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসনের আশঙ্কা থেকে যায়। রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট করতে হবে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে।"

শহীদ পরিবারগুলোর আহ্বান: আগে বিচার, পরে নির্বাচন

ইফতার অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতরা অংশ নেন। ৫ আগস্ট নিহত সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার সন্তানকে কেন হত্যা করা হলো? এর উত্তর না পাওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে পারে না।"

উত্তরায় শহীদ শিশু জাবির ইব্রাহিমের বাবা নওশের আলী বলেন, "বিচারের আগে কোনো নির্বাচন নয়। আগে বিচার, তারপর সংস্কার, তারপর নির্বাচন। অন্যথায় নতুন সংকটের সম্ভাবনা থেকে যায়।"

"শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক পর্যায়ে হলেও করতে হবে"

এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, "শেখ হাসিনা এখনো ভারতের মদদে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে হবে। না হলে আন্তর্জাতিক আদালতে বিচার নিশ্চিত করতে হবে।"

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "বিচার ও সংস্কারের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় আনতে হবে।"

"শাসনব্যবস্থা বদলানোর জন্য আন্দোলন"

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা বলেন, "এত ত্যাগ শুধু এক শাসককে সরিয়ে আরেক শাসক আনার জন্য নয়। শাসনব্যবস্থার পরিবর্তন নিশ্চিত করতেই আমাদের লড়াই।"

ইফতার মাহফিলটি সঞ্চালনা করেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

রাজনীতি -এর সর্বশেষ