১২ মে ২০২৩ শুক্রবার, ১১:১০ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদারের নেতৃত্বে প্রতিষ্ঠানের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বিজিএমইএর সভাপতি ফারুক হাসানের সঙ্গে বৈঠক করে।
বৈঠকে ডিএসইর অ্যাডভাইজরি সার্ভিস প্রদানের মাধ্যমে বিজিএমইএ সদস্য প্রতিষ্ঠানগুলোকে ক্যাপিটাল মার্কেট প্ল্যাটফর্মে নিয়ে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক আসিফ আশরাফ ও ভাইস প্রেসিডেন্ট মিরান আলী, ডিএসইর মার্কেট ডেভেলপমেন্ট ডিভিশনের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. ছামিউল ইসলাম, ইস্যু মার্কেটিং, প্রমোশন অ্যান্ড ডেট মার্কেট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের ডিজিএম সাইয়িদ মাহমুদ জুবায়ের প্রমুখ।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।