০১ মে ২০২৪ বুধবার, ০৫:৪৫ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
ভারতের লোকসভা নির্বাচন পর্যবেক্ষণ করতে যাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে তাকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনীত করা হয়েছে। আজ বুধবার থেকে ৫ মে পর্যন্ত সেলিম মাহমুদ বিজেপির নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা পর্যবেক্ষণ করবেন।
আজ আওয়ামী লীগের দপ্তর থেকে জানানো হয়েছে, ভারতের বিভিন্ন প্রদেশে সাতটি ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ক্ষমতাসীন বিজেপি এই নির্বাচনে তাদের সার্বিক প্রস্তুতি ও প্রচারণা দেখানোর জন্য বিদেশি কিছু রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশে শুধু আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতে বিজেপি দীর্ঘদিন ধরে ক্ষমতায় আছে। অন্যদিকে বাংলাদেশে পরপর চারটি জাতীয় নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জয়লাভ করেছে। ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনা করছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগ বলছে, বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ ভারত আওয়ামী লীগ ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি যে আস্থাশীল এবং আওয়ামী লীগকে তাদের প্রকৃত বন্ধু মনে করে, এই আমন্ত্রণ সেই ইঙ্গিতই বহন করে।
এই সফরে আওয়ামী লীগের প্রতিনিধি বিজেপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া দিল্লির বাইরে বিজেপির নির্বাচনী প্রচারণা সরেজমিনে দেখানোর জন্য বিজেপি আওয়ামী লীগ প্রতিনিধিকে ছত্তিশগড়ে নিয়ে যাবে।
১৯ এপ্রিল প্রথম ধাপের ভোট গ্রহণের মধ্য দিয়ে ভারতের লোকসভা নির্বাচন শুরু হয়েছে। ১ জুন পর্যন্ত মোট সাত দফায় এই ভোট গ্রহণ হবে। ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করবে দেশটির নির্বাচন কমিশন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।