facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

বিদ্যুতের তার ছিঁড়ে প্রাণ গেলো একই পরিবারের ৫ জনের


২৬ মার্চ ২০২৪ মঙ্গলবার, ১২:৫৩  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


বিদ্যুতের তার ছিঁড়ে প্রাণ গেলো একই পরিবারের ৫ জনের

মৌলভীবাজারের জুড়ী উপজেলার বসতঘরের ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে একজন।

মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে জুড়ী উপজেলার পূর্ব গোয়াল বাড়ি ইউনিয়নের পূর্ব গোয়াল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— ফয়জুর রহমান (৫২) তাঁর স্ত্রী সিরি বেগম (৪৫) মেয়ে সামিয়া বেগম (১৬) সাবিনা (১৩) ও ছেলে সায়েম (৮)। আহত ছয় বছরের শিশু সোনিয়াকে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফজরের নামাজের সময় গোয়ালবাড়ি এলাকায় ফয়জুর রহমানের বসতঘরের পাশে থাকা পল্লীবিদ্যুৎতের একটি মেইন লাইন খুঁটি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় তার ছিঁড়ে যাওয়া মেইন লাইন ফয়জুর রহমানের টিনের ঘরসহ আশপাশ এলাকায় পড়ে স্ফুলিঙ্গের মতো জ্বলতে থাকে।

সাথে সাথে ফয়জুর রহমানের পুরো ঘর বিদ্যুৎতায়িত হয়ে এবং আগুন লেগে যায়। এতে একই পরিবারের ৫ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিসে খবর দিলে জুড়ি স্টেশন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আশপাশের লোকজন মৃতদের ঘর থেকে বের করা হয়।

এদিকে গুরুত্বর আহত সোনিয়াকে (৬) উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর অবস্থাও আশংকাজনক।

জুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজন মারা গেছেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই তাঁদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: