০৩ মার্চ ২০২৫ সোমবার, ১২:০৪ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
প্রথমত, বিনিয়োগকারীদের অভিযোগ দায়েরের জন্য গ্রাহক অভিযোগ ঠিকানা মডিউল (CCAM) ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। নির্দিষ্ট ট্রেড (TREC) হোল্ডার কোম্পানি বা তালিকাভুক্ত সিকিউরিটিজ ইস্যুকারীর বিরুদ্ধে অভিযোগ থাকলে তারা (https://www.cdbl.com.bd/complaints.sec.gov.bd/) লিংকের মাধ্যমে জমা দিতে পারবেন।
ডিএসই আরও জানিয়েছে, স্টক ডিলার, ব্রোকার এবং অথরাইজড রিপ্রেজেন্টেটিভদেরকে সিকিউরিটিস রুলস ২০০০ অনুসারে আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে বাজারে স্বচ্ছতা বজায় থাকে।
এছাড়া, গুজবভিত্তিক তথ্য ছড়ানো হলে কপিরাইট আইন এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর অধীনে শাস্তির বিধান রয়েছে বলে সতর্ক করা হয়েছে। বিনিয়োগকারীদের শুধুমাত্র নির্ভরযোগ্য ও অনুমোদিত সূত্র থেকে তথ্য সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকতে বলা হয়েছে, কারণ ডিএসই নিজে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বাজার সংক্রান্ত তথ্য প্রকাশ করে না।
সবশেষে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC) বিনিয়োগকারীদের জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছে, কারণ সঠিক বিশ্লেষণ ছাড়া বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হতে পারে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।