১৮ নভেম্বর ২০২৪ সোমবার, ১২:০২ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
শেয়ারবাজার এখনো অস্থিতিশীল: টিআইবি
দেশের শেয়ারবাজার এখনো অস্থিতিশীল বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে কর্তৃত্ববাদী সরকার পতনের পরবর্তী ও অন্তবর্তীকালীন সরকারের ১০০ দিনের ওপর টিআইবির বিশ্লেষণ ও পর্যবেক্ষণ প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুঁজিবাজারের উন্নয়নে যত উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো পর্যবেক্ষণ করেছে টিআইবি। প্রকাশিত পর্যবেক্ষণে জানানো হয়েছে দেশের শেয়ারবাজার এখনো অস্থিতিশীল।
পুঁজিবাজার নিয়ে টিআইবি যেসব বিষয় পর্যবেক্ষণ করেছে সেগুলো হলো- বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি পুনর্গঠন, শেয়ারবাজারের উন্নয়ন, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের সুশাসন নিশ্চিত করতে পুঁজিবাজার সংস্কারের সুপারিশের জন্য পাঁচ সদস্যের টাস্কফোর্স গঠন, শেয়ারবাজারের দরপতনের কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন, সালমান এফ রহমান ও এস আলমের শেয়ারবাজারে অনিয়মের তদন্তে কমিটি গঠন এবং মূলধনি মুনাফার কর হ্রাস করে ১৫ শতাংশ করা।
ইউনাইটেড ফাইন্যান্সের পাঁচ কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের পাঁচ কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে।
কোম্পানির পাঁচ কর্পোরেট পরিচালক মোট ৬ কোটি ৯ লাখ ৬৭ হাজার ৪২০টি শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে।
কর্পোরেট পরিচালক অক্টাভিয়াস স্টিল ১৩ লাখ ৩৬ হাজার ৫১০টি শেয়ার, ডানকান ব্রাদার্স ১৮ লাখ ৭১ হাজার ১৪৫টি শেয়ার, ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন ৪৮ লাখ ৫৫ হাজার ৬০২টি শেয়ার, সুরমাহ ভ্যালি টি ১ কোটি ৫৪ লাখ ৮১ হাজার ২৪২টি শেয়ার এবং লাওরি গ্রুপ ৩ কোটি ৭৪ লাখ ২২ হাজার ৯২১টি শেয়ার বিক্রি সম্পন্ন করেছে।
এর আগে এই পাঁচ কর্পোরেট পরিচালক ১০ নভেম্বর শেয়ার বিক্রয়ের ঘোষণা দেয়।
এডিএন টেলিকমের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ-’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণা দিন পর্যন্ত আনুষাঙ্গিক তথ্যের উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
কৃষিবিদ সীডের ডিভিডেন্ড ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই খাতের কৃষিবিদ সীড ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৭৭ পয়সা।
৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১ টাকা ৮৫ পয়সা। আগের বছরে একই সময় এনএভিপিএস ছিল ১১ টাকা ৫৭ পয়সা।
কোম্পানি বার্ষিক সাধারণ (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেটি নির্ধারণ করা হয়েছে ৮ ডিসেম্বর।
এবি ব্যাংক পার্পেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক পার্পেচুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা করা হয়েছে।
এবি ব্যাংক পার্পেচুয়াল বন্ডের ট্রাস্টি অর্ধবার্ষিক কুপন রেট ১০ শতাংশ ঘোষণা করেছে। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১২ জুন পর্যন্ত সময়ে এই কুপন রেট ঘোষণা করা হয়েছে।
এ জন্য বন্ডটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর।
আইসিবি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি) ২০২৩-২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত অর্থবছরে আইসিবির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৮ পয়সা, যা আগের বছরে ছিল ৮৯ পয়সা। এছাড়া ২০২৪ সালের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৯৫ পয়সা।
লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর।
জনতা ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ নির্ধারণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জনতা ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২১ নভেম্বর বিকাল ০৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
বিডি থাই অ্যালুমিনিয়ামের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৪ নভেম্বর বিকাল সাড়ে ০৩ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
আলোচিত সভায় ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
বোনাস লভ্যাংশ প্রদানে এখনো সম্মতি পায়নি ইফাদ অটোস
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোস পিএলসির শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত বোনাস লভ্যাংশ প্রদানে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এখনো সম্মতি পায়নি।
৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ ও ১ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো। কোম্পানিটির লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ১৮ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। কিন্তু লভ্যাংশ প্রদানে এখনো সম্মতি দেয়নি বিএসইসি। ফলে লভ্যাংশ প্রদানে এ তারিখটি প্রযোজ্য হবে না। কমিশন থেকে অনুমতি পাওয়ার পরে আরেকটি রেকর্ড তারিখ ঘোষণা করবে কোম্পানিটি।
আইন অনুযায়ী, বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস লভ্যাংশ প্রদান করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর তা প্রদানের লক্ষ্যে কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে।
নগদ লভ্যাংশ পাঠিয়েছে সোনালী আঁশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন,২০২৩ অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।
সমাপ্ত হিসাববছরের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে প্রেরণ করেছে কোম্পানিটি।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটি ১১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল। এর মধ্যে ১০ শতাংশ নগদ।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। কোম্পানির সিপিএ (ক্লেম পেইং অ্যাবিলিটি) দীর্ঘমেয়াদী ‘এএ+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখ সমাপ্ত সময়ের অনিরীক্ষিত ও চলতি বছরের সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
শাশা ডেনিমসের নতুন চেয়ারম্যান পারভীন মাহমুদ
পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি শাশা ডেনিমস লিমিটেডে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটিতে নতুন চেয়ারম্যান হিসেবে পারভীন মাহমুদকে নিয়োগ দেওয়া হয়েছে।
সম্প্রতি কোম্পানিটির পর্ষদ সভায় তাকে কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত করেছে।
পর্ষদ সভার তারিখ জানালো সিলকো ফার্মা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২১ নভেম্বর বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
আলোচিত সভায় ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
জিএসপি ফাইন্যান্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফাইন্যান্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২১ নভেম্বর দুপুর ২টা ৩০মিনিটে কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
আলোচিত সভায় ৩১ ডিসেম্বর,২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
লভ্যাংশ দেবে না ভ্যানগার্ড এএমএল বিডি মিউচুয়াল ফান্ড
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। আলোচিত বছরের ইউনিটহোল্ডারদের জন্য ফান্ডটি কোন লভ্যাংশ দেবে না।
সর্বশেষ হিসাববছরে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২২ পয়সা। গত বছর একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় ছিল ২০ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর,২০২৪ তারিখে ফান্ডটির বাজার মূল্যে ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়ায় ৯ টাকা ৬৫ পয়সা।
প্রতিষ্ঠানটি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে আগামী ০৫ ডিসেম্বর।
সোনালী আঁশের পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করেছে। ১৪ নভেম্বর বিকাল সাড়ে ০৪ টার পরিবর্তে ১৮ নভেম্বর বিকাল সাড়ে ০৫ টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
আলোচিত সভায় ৩০ জুন,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
সভা শেষে হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।
মুন্নু ফেব্রিক্সে কোম্পানি সচিব নিয়োগ
পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি মুন্নু ফেব্রিক্স লিমিটেডে সচিব নিয়োগ করা হয়েছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনয় পালকে অবিলম্বে কোম্পানি সচিব হিসেবে নিয়োগ করেছেন।
ওরিয়ন ইনফিউশনে কোম্পানি সচিব নিয়োগ
পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের সচিব নিয়োগ করা হয়েছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ নাজনীন নাহার রাখীকে অবিলম্বে কোম্পানি সচিব হিসেবে নিয়োগ দিয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।