০৫ এপ্রিল ২০২৫ শনিবার, ০৮:০৩ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
ঈদের আগে সর্বশেষ কার্যদিবস ছিল গত ২৭ মার্চ (বৃহস্পতিবার)। এরপর ২৮ মার্চ (শুক্রবার) থেকে ঈদ ও সাপ্তাহিক ছুটিসহ টানা নয় দিনের সরকারি ছুটি শুরু হয়, যা শেষ হচ্ছে আজ শনিবার। ফলে রবিবার থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসের পাশাপাশি উভয় শেয়ারবাজারেও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটির অনুমোদন দেওয়া হয়। এর ফলে এবার ছুটির সময়সীমা দীর্ঘ হয়ে ৯ দিনে রূপ নেয়। শেয়ারবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্যও এ ছুটি প্রযোজ্য হওয়ায় দীর্ঘ সময় লেনদেন বন্ধ থাকে।
বিশ্লেষকরা মনে করছেন, এতদিন ছুটি থাকার কারণে বাজারে প্রথম দিনের লেনদেনে কিছুটা ভিন্নমাত্রার চাপ ও কার্যকলাপ দেখা যেতে পারে। অনেকে ধরে নিচ্ছেন, ছুটির সময়কালের অর্থনৈতিক খবর এবং রাজনৈতিক পরিস্থিতি বিনিয়োগ সিদ্ধান্তে প্রভাব ফেলবে।
এদিকে বিনিয়োগকারীদের একাংশ মনে করছেন, দীর্ঘ ছুটি শেষে প্রথম কার্যদিবসে বাজারে কিছুটা গতি ফিরতে পারে। অন্যদিকে, কেউ কেউ আবার শঙ্কা করছেন—বাজারে নতুন করে মূল্য সংশোধনের প্রবণতা দেখা দিতে পারে।
সব মিলিয়ে রবিবারের লেনদেনের দিকেই এখন তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।