facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি বুধবার, ২০২৫

Walton

বিপিএল প্লে অফে কোন দলে কোন তারকা


০৩ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার, ০১:৪৮  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বিপিএল প্লে অফে কোন দলে কোন তারকা

পুরো টুর্নামেন্টজুড়ে তারকা সংকটে ভুগেছে এবারের বিপিএল। এ নিয়ে অনেক সমালোচনাও হয়েছে। তবে প্লে অফে যেন তারকাদের মেলা বসছে।

শেষ মুহূর্তে খেলোয়াড় আনায় সবচেয়ে বেশি সক্রিয় রংপুর রাইডার্স। টানা আট জয়ে টুর্নামেন্ট শুরু করা দলটি শেষ চার ম্যাচে হেরে এখন এলিমিনেটরে।

খুলনা টাইগার্সের বিপক্ষে টুর্নামেন্টে টিকে থাকার ম্যাচে নামার আগে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার টিম ডেভিড ও ইংল্যান্ডের জেমস ভিন্সকে উড়িয়ে এনেছে ফ্র্যাঞ্চাইজিটি। তিনজনই সকালে ঢাকায় এসে পৌঁছেছেন।

টিকে থাকার লড়াইয়ের জন্য খেলোয়াড় এনেছে খুলনা টাইগার্সও। ফ্র্যাঞ্চাইজিটির মালিক ইকবাল মাহমুদ জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের শেমরন হেটমায়ার ও জেসন হোল্ডারকে নিয়ে এসেছেন তাঁরা।

এ দিকে সন্ধ্যায় কোয়ালিফায়ারে চিটাগং কিংসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। প্লে অফের জন্য নতুন বিদেশি আনার চেষ্টা ছিল বরিশালেরও। দলটির ম্যানেজার সাব্বির খান জানিয়েছেন, নিউজিল্যান্ডের এডাম মিলনে ও ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লসকে আনার পরিকল্পনা ছিল তাদের। টিকিটও করা হয়ে গিয়েছিল। কিন্তু তাঁদের আনা যাচ্ছে না। টুর্নামেন্টের শুরুতে বরিশালের হয়ে খেলে যাওয়া কাইল মেয়ার্সকেই আবার নিয়ে আসা হয়েছে।

বিপিএল প্লে-অফ সামনে রেখে যে সব খেলোয়াড় এসেছেন বা আসতে পারছেন না, তাঁদের সবাই সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে ব্যস্ত ছিলেন। রাসেল, হোল্ডার ও মায়ার্সরা খেলেছেন আবুধাবি নাইট রাইডার্সে, ডেভিড, ভিন্স ও হেটমায়ার গালফ জায়ান্টসে। ছয় দলের টুর্নামেন্টে এ দুটি প্লে-অফে উঠতে পারেনি। আর চার্লস, মিলনেদের দল শারজা ওয়ারিয়র্স তৃতীয় হয়ে এলিমিনেটরে উঠেছে।

এ দিকে বিপিএল প্লে অফের আরেক দল চিটাগং কিংস আগেই জানিয়েছিল, নতুন করে কোনো বিদেশি আনার পরিকল্পনা নেই তাদের। ১২ ম্যাচে আট জয়ে প্লে অফে পৌঁছানো ফ্র্যাঞ্চাইজিটি জানিয়েছে, স্কোয়াড নিয়ে সন্তুষ্ট তারা।

 

 

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: