facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩০ অক্টোবর বুধবার, ২০২৪

Walton

বিবর্ণ পারফরম্যান্সে লিলের কাছে হারল রিয়াল


০৩ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার, ১০:২৬  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


বিবর্ণ পারফরম্যান্সে লিলের কাছে হারল রিয়াল

চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচে বিবর্ণ পারফরম্যান্সে লিলের বিপক্ষে ১-০ গোলে হারল রিয়াল মাদ্রিদ। দলের হতাশার হারে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিউস কিংবা এনদ্রিকরা ছিলেন নিজেদের ছায়া হয়ে।

বুধবার রাতে নিজেদের মাঠে লিলের জয়ের নায়ক জোনাথন ডেভিড, প্রথমার্ধে পেনাল্টি থেকে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন তিনি। যেখানে যেকোনো প্রতিযোগিতায় প্রথমবার মুখোমুখি হলো এই দুই দল, এবং প্রথম দেখাতেই ইউরোপের সফলতম ক্লাবটির বিপক্ষে অবিশ্বাস্য এক জয় তুলে নিল লিল।

পাশাপাশি ২০২৩ সালের মে মাসের পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগে হারের তেতো স্বাদ পেল প্রতিযোগিতাটির রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল। এছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে গ্যালাকটিকোদের ৩৬ ম্যাচের অপরাজেয় যাত্রায়ও ছেদ পড়ল।

চ্যাম্পিয়নস লিগে এদিন সবচেয়ে কম বয়সে রিয়ালের শুরুর একাদশের খেলোয়াড় হওয়ার কীর্তি গড়েন এন্দ্রিক (১৮ বছর ৭৩ দিন)। তিনি ভেঙে দেন স্প্যানিশ ক্লাবটির কিংবদন্তি ফরোয়ার্ড রাউল গনসালেসের রেকর্ড। ১৯৯৫ সালের সেপ্টেম্বরে ডাচ ক্লাব আয়াক্সের বিপক্ষে ১৮ বছর ৭৮ দিন বয়সে নেমে আগের রেকর্ড গড়েছিলেন এই স্প্যানিয়ার্ড।

তবে বিরতির ঠিক আগে পিছিয়ে পড়ে রিয়াল। বক্সে এদুয়ার্দো কামাভিঙ্গার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কানাডার ফরোয়ার্ড ডেভিডের নিখুঁত স্পট কিকে এগিয়ে যায় স্বাগতিকরা।

নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে অন্যদের জয় এবং নিজেদের ব্যর্থতায় পয়েন্ট টেবিলে আরও পিছিয়ে গেছে রিয়াল। দুই রাউন্ড শেষে ৩ পয়েন্ট নিয়ে আছে ১৭ নম্বরে। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই উঠে এসেছে লিল।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: