৩০ অক্টোবর ২০২৩ সোমবার, ১০:১৯ এএম
স্পোর্টস ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
বিশ্বকাপে ভারতের প্রথম ৪ ম্যাচে মোহাম্মদ শামিকে দলে নেওয়া হয়নি। তবে এরপর দুই ম্যাচ খেলে যেন আগুন ঝরালেন এই পেসার। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নেওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষেও সিম এবং গতির আগুনে ৪ উইকেট নিয়েছেন। তবে শামি যখন লখনৌতে ঝড় তুলছেন, তার বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করা স্ত্রী হাসিন জাহান সাড়ে ৫০০ কিলোমিটার দূরে দিল্লিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ব্যস্ত।
শামির খেলা দেখছেন না হাসিন। তবে ভারতীয় একটি সংবাদমাধ্যকে জানান, শামি ভালো খেললে তারই লাভ। স্ত্রী নির্যাতনের মামলায় বিশ্বকাপের ঠিক আগে শামিকে ছুটতে হয়েছিল আদালতে। বিচারক শামিকে জামিন দিয়েছেন। যেখানে তার স্ত্রী এখন খুশি শামি বিশ্বকাপে ভালো খেলায়। হাসিন বলেন, ‘শামি যত ভালো খেলবে, যত টাকা আয় করবে, আমার তত ভালো। আদালত আমার এবং মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করবে।’
ক্রিকেটারকে বিয়ে করলেও ক্রিকেট নিয়ে তেমন কোনো আগ্রহ অবশ্য নেই হাসিনের। শামির সঙ্গে ছয় বছরের সম্পর্ক থাকলে ইডেন গার্ডেন্সে গিয়েছেন মাত্র একবার। হাসিন বলেন, ‘ক্রিকেট আমার খুব একটা পছন্দ নয়। খেলা দেখি না। এই তো এখন দিল্লিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছি। শামির সঙ্গে সম্পর্কে থাকার সময়েও আমাকে মাঠে দেখা যেত না। আমি খেলা দেখতে যেতাম না।’
এদিকে বিদেশে খেলা থাকলে শামি তাকে নিয়ে যেতেন না বলেও অভিযোগ করলেন হাসিন। তিনি বলেন, ‘আমি শামির সঙ্গে বিদেশে যেতে চাইতাম। বাইরে খেলা থাকলে তখন ওর সঙ্গে যেতে চাইতাম। কিন্তু আমাকে নিয়ে যেত না।’
এর আগে ২০১৪ সালের ৬ জুন শামি বিয়ে করেছিলেন হাসিনকে। সেই সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে। শামি নিজের মেয়ের দিকেও নজর দেন না বলে অভিযোগ হাসিনের। তিনি বলেন, ‘কতকরে বলছি মেয়েকে একটা ভালো স্কুলে ভর্তি করতে। ওর সে দিকে কোনো নজর নেই। ক্রিকেটটাও তো খেলে নিজের জন্য।’
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।