০৮ ডিসেম্বর ২০২৪ রবিবার, ০৯:২৭ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, দামেস্ক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত বিমান উড্ডয়ন করেছে। ধারণা করা হচ্ছে, ওই বিমানে করেই পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার। উড্ডয়নের আগে বিমানবন্দরে সরকারি বাহিনীর সদস্যদের তাকে বিদায় জানাতে দেখা গেছে।
বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রধান আবু মোহাম্মদ আল-জোলানি এক বার্তায় বলেছেন, “আমরা বাশার সরকারের পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। বিদ্রোহীরা কোনও বাধা ছাড়াই রাজধানীতে প্রবেশ করছে।” তিনি আরও বলেন, “সাধারণ মানুষের সঙ্গে ভালো আচরণ করতে হবে এবং অস্ত্র সমর্পণকারীদের সাধারণ ক্ষমা করা হবে।”
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হোমস শহর দখলের পর বিদ্রোহী যোদ্ধারা দ্রুত পশ্চিম দামেস্কের গ্রামাঞ্চলে অগ্রসর হয়েছে। পূর্ব ঘোউতার বিভিন্ন শহর থেকেও সরকারি বাহিনী তাদের অবস্থান ছেড়ে সরে যাচ্ছে। এমন পরিস্থিতিতে দামেস্কজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং বাজারগুলোতে খাদ্যপণ্য কিনতে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।
এদিকে, ইরাক সীমান্তবর্তী আল-কায়িম শহরের মেয়র জানিয়েছেন, প্রায় দুই হাজার সিরিয়ান সেনা সীমান্ত পার হয়ে ইরাকে আশ্রয় নিয়েছে।
দামেস্কের সাম্প্রতিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, সিরিয়ার স্বৈরাচারী শাসনের অবসান অত্যাসন্ন। সূত্র: বিবিসি, আল-জাজিরা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।