facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৮ সেপ্টেম্বর রবিবার, ২০২৪

marcelbd

বিরল ‘হাসি রোগ’–এ আক্রান্ত আনুশকা


২৬ জুন ২০২৪ বুধবার, ০৪:৪৩  পিএম

বিনোদন ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


বিরল ‘হাসি রোগ’–এ আক্রান্ত আনুশকা

‘বাহুবলী’ ছবির মাধ্যমে রাতারাতি তারকা খ্যাতি পেয়েছিলেন অভিনেত্রী আনুশকা শেঠি। সম্প্রতি এই দক্ষিণি তারকাকে ঘিরে এক নতুন খবর সামনে এসেছে। ফিল্মপাড়ায় খবর, এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন তিনি।

জানা গেছে, আনুশকা শেট্টি ‘সিনড্রম অব লাফিং ডিজিজ’ রোগে আক্রান্ত হয়েছেন। অনেকে নিশ্চয়ই অবাক হচ্ছেন যে এ আবার কী ধরনের রোগ। এই দক্ষিণি নায়িকা শুধুই এখন হাসতে থাকেন। আনুশকা এক সাক্ষাৎকারে বলেছেন, সবাই শুনলে অবাক হবেন যে হাসতে হাসতে তার অবস্থা খারাপ হয়ে যায়। বিশেষ করে শুটিংয়ের সময় অসুবিধায় পড়েন তিনি। আনুশকার কথায়, শুটিং চলাকালে কোনো হাসির দৃশ্যের সময় হাসতে হাসতে তিনি মাটিতে গড়াগড়ি খান।

এ অভিনেত্রী যে বিরল রোগে আক্রান্ত, তাকে বিজ্ঞানের ভাষায় সিউডোবালবার অ্যাফেক্ট (পিবিএ) বলা হয়। আর তাই আনুশকা তার হাসি, এমনকি কান্নার ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না। এটা একধরনের স্নায়বিক ব্যাধি, আর এর প্রভাব সরাসরি মস্তিষ্কে গিয়ে পড়ে। তবে এই রোগের কারণে মানসিক কোনো সমস্যা হয় না। তাই বিরল এ রোগে আক্রান্ত ব্যক্তিকে কোনোভাবেই মানসিক রোগী বলা যায় না। পিবিএ রোগে আক্রান্ত ব্যক্তিরা শুধু নিজের হাসি বা কান্নার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

৪২ বছর বয়সী এ অভিনেত্রী এ প্রসঙ্গে বলেছেন, ‘আমার হাসির রোগ আছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে হাসা আবার কোনো সমস্যা নাকি? কিন্তু আমার জন্য এটা বড় সমস্যা। আমি যদি একবার হাসতে শুরু করি, তাহলে টানা ১৫-২০ মিনিট পর্যন্ত আমার এই হাসি থামে না। হাসির ছবি দেখার সময় বা হাসির দৃশ্যে অভিনয় করার সময় সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হই আমি। হাসির কারণে অনেকবার শুটিং বন্ধ পর্যন্ত করতে হয়েছে।’

অবশ্য নবভারত টাইমসের রিপোর্ট অনুযায়ী আনুশকা নিজের মুখে জানাননি যে সিউডোবালবার অ্যাফেক্ট ব্যাধিতে আক্রান্ত তিনি। কিন্তু সাক্ষাৎকারের সময় তিনি যেসব উপসর্গের কথা বলেছেন, তার সঙ্গে পিবিএ রোগের মিল আছে। এ দুর্লভ ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হঠাৎ করে আবেগপ্রবণ হয়ে পড়েন। আর আবেগপ্রবণ হয়ে তিনি হাসতে বা কাঁদতে থাকেন।

আনুশকার ঝুলিতে ৪০টির বেশি ছবি আছে। তামিল ও তেলেগু ছায়াছবির দুনিয়ার খ্যাতনামা এই অভিনেত্রী ২০০৫ সালে ‘সুপার’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রেখেছিলেন। গত বছর তাকে ‘মিস শেঠি মিস্টার পলিশেট্টি’ ছবিতে দেখা গিয়েছিল। আনুশকাকে ভবিষ্যতে তেলেগু ছবি ‘ঘাঁটি’তে দেখা যাবে। এই ছবির শুটিং চলছে। এ ছাড়া এক মালয়ালম ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: