facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

‘বিশ্ব জৈবিক যুব সম্মেলনে’ অংশ নিল কাজী ও কাজী টি এস্টেট


০২ অক্টোবর ২০২৩ সোমবার, ০৫:২৫  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


‘বিশ্ব জৈবিক যুব সম্মেলনে’ অংশ নিল কাজী ও কাজী টি এস্টেট

বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সনদপ্রাপ্ত শতভাগ জৈবিক চা উৎপাদনকারী প্রতিষ্ঠান কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড তাইওয়ানে আয়োজিত `বিশ্ব জৈবিক যুব সম্মেলনে অংশ নিয়েছে। গত ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এটি বিশ্ব বাজারে জৈবিক চা শিল্পের প্রসারে একটি মঞ্চ হিসেবে কাজ করে।

কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবস্থিত এবং এটি জেমকন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান। শ্রমিকের জীবনমান উন্নয়ন, নারীদের জন্য শিক্ষামূলক ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি এবং উন্নত চাকরির সুযোগ প্রদানের মাধ্যমে সমাজ পরিবর্তনেও ভূমিকা রাখছে এই প্রতিষ্ঠানটি। জৈবিক কৃষি অনুশাসনের মাধ্যমে মাটির মানোন্নয়ন, ক্ষতিগ্রস্ত কীটনাশক ও সারের প্রয়োগ কমানোর মাধ্যমে কাজী অ্যান্ড কাজী টি ইস্টেট পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখছে।

বিশ্বের প্রায় ২৫টি দেশের ৫০০ প্রতিনিধি তাইওয়ানে বিশ্ব জৈবিক যুব সম্মেলনে যোগ দেয়। সম্মেলনের মূল ফোকাস ছিল মার্কেটিং। বিশ্ব বাজারে নতুনভাবে নিজেদের সুযোগ উন্মোচনের ধারণা দেওয়া হয় এই সম্মেলনে। কাজী ও কাজী টি এস্টেটের জন্য এটি বিরাট এক অভিজ্ঞতা ছিল। এই আয়োজন অন্যান্য দেশের সঙ্গে সাংস্কৃতিক সংযোগ স্থাপন এবং বিভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক তৈরির সুযোগ করে দেয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ