০৬ এপ্রিল ২০২৫ রবিবার, ১০:২৮ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর দমন-পীড়ন ও গণহত্যা থামছেই না। একের পর এক বোমাবর্ষণে ধ্বংস হয়ে যাচ্ছে ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ গাজা ও পশ্চিম রাফায় হামলায় প্রাণ হারিয়েছেন অসংখ্য নিরীহ মানুষ। ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা আহতদের অনেককেই হাসপাতালে নেওয়ার সুযোগও মেলেনি।
এই নির্মমতার প্রতিবাদে এবার সরব হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ফেসবুকে ক্ষোভ ঝেড়ে তিনি যেন প্রশ্নবাণে বিদ্ধ করলেন গোটা বিশ্বের বিবেককে।
দক্ষিণ গাজার কয়েকটি বিভীষিকাময় ছবি পোস্ট করে জয়া লিখেছেন—
“ইসরায়েলি সেনারা ১৫ জন জরুরি চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। এটা কি যুদ্ধ? নাকি নিছক গণহত্যা? তারা যেন প্রতিজ্ঞা করেছে—এই পৃথিবীকে ফিলিস্তিনশূন্য করেই ছাড়বে!”
এরপর আরও কড়া সুরে বিশ্বনেতাদের জবাবদিহি চেয়ে বলেন—
“বিশ্ববাসীর প্রতিবাদে ইসরায়েল কান দেবে না, সেটা জানা। কিন্তু বাকিরা? বিশ্বের ক্ষমতাধর নেতারা? শিশুহত্যা, নারীহত্যা—এই সব জেনেও কি চোখ বন্ধ রাখবেন? আর কত? মানুষের হৃদয় থেকে পর্দা সরুক। ফিলিস্তিনিরা বাঁচুক, মানুষ হয়ে বাঁচুক।”
জয়ার এই আহ্বানে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ছে আলোড়ন। তার পোস্টে হাজার হাজার মানুষ সংহতি জানিয়ে মন্তব্য করছেন।
জয়ার মতো আরও অনেকেই ফিলিস্তিনের পক্ষে মুখ খুলেছেন। তবে প্রশ্ন থেকে যায়—গণহত্যার বিরুদ্ধে এতগুলো কণ্ঠ উঠলেও, ক্ষমতাধর নেতারা কেন এখনো নীরব?
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।