facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৪ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

বিশ্ববাজার কাঁপছে, শঙ্কায় বাংলাদেশের বিনিয়োগকারীরা


০৬ এপ্রিল ২০২৫ রবিবার, ০১:৩৯  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বিশ্ববাজার কাঁপছে, শঙ্কায় বাংলাদেশের বিনিয়োগকারীরা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পাল্টা শুল্ক নীতির প্রভাবে বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। এর প্রভাব এখনো বাংলাদেশের শেয়ারবাজারে পড়েনি, তবে বিনিয়োগকারীদের মাঝে তৈরি হয়েছে উৎকণ্ঠা ও আশঙ্কা।

বিশ্ববাজারে ধস:
২ এপ্রিল ট্রাম্পের শুল্ক ঘোষণার পর যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০, নাসডাক এবং ডাও জোন্স সূচকগুলোতে ৬ শতাংশের বেশি পতন হয়েছে। এতে মার্কিন শেয়ারবাজারের মূলধন ৫ লাখ কোটি ডলার কমে গেছে, যা ২০২০ সালের পর সর্ববৃহৎ ধস বলে বিবেচিত।

বাংলাদেশে সম্ভাব্য প্রভাব:
বাংলাদেশের প্রধান রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র। ২০২৩-২৪ অর্থবছরে ৭৬০ কোটি ডলারের রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্রে, যার মধ্যে ৬৬৩ কোটি ডলার শুধু তৈরি পোশাক খাত থেকে এসেছে। পোশাক, চামড়া, হিমায়িত মাছ ও পাটজাত পণ্য রপ্তানির সঙ্গে যুক্ত বেশ কিছু কোম্পানি দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত।

বিশেষজ্ঞদের আশঙ্কা, ট্রাম্পের শুল্কের ফলে যুক্তরাষ্ট্রে রপ্তানি কমে গেলে এসব কোম্পানির আয় এবং লভ্যাংশে সরাসরি প্রভাব পড়তে পারে। এর মনস্তাত্ত্বিক চাপ ইতিমধ্যে বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে।

তবে বাজার বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারের সামগ্রিক সূচকে এসব কোম্পানির প্রভাব তুলনামূলক কম। উপরন্তু, অনেক কোম্পানির শেয়ার এরই মধ্যে অবমূল্যায়িত। তাই বড় ধরনের পতনের আশঙ্কা আপাতত নেই বলেই মনে করছেন তাঁরা।

ভবিষ্যৎ দিকনির্দেশনা:
বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, আজ ঈদের ছুটি-পরবর্তী প্রথম কার্যদিবসে লেনদেনের শুরুতেই প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হবে। প্রথম ঘণ্টায় যদি বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে পড়েন, তবে সূচক কিছুটা কমতে পারে। তবে ব্যাংক খাতের ইতিবাচক লভ্যাংশ ঘোষণাগুলো বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে।

একজন শীর্ষ ব্রোকারেজ হাউস নির্বাহীর মতে, “প্রাথমিক ধাক্কা সামাল দিতে পারলে বাজার দ্রুতই স্বাভাবিক হবে।”

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: