২৩ অক্টোবর ২০১৬ রবিবার, ০৪:২২ পিএম
শেয়ার বিজনেস24.কম
![]() |
দেশীয় পদ্ধতিতে বিশ্বে প্রথম কুষ্ঠ রোগের প্রতিষেধক তৈরি করল ভারত। প্রতিষেধকটি তৈরি করেছে নয়াদিল্লির দ্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইমিউনোলজি। প্রতিষেধকটির নাম মাইকোব্যাকটেরিয়াম ইন্ডিকাস প্রাণিল (এমআইপি)।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা জানান, পাইলট প্রকল্প সফল হলে দেশের যে জেলাগুলোতে মানুষের কুষ্ঠ আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি, সেই জেলাগুলোতে এ প্রতিষেধক ব্যবহার করা হবে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব ইমিউনোলজির প্রতিষ্ঠাতা-ডিরেক্টর জি পি তলওয়ারের দাবি, বিশ্বের প্রথম কুষ্ঠ প্রতিষেধক আবিষ্কার করেছেন তিনি। নতুন এ প্রতিষেধকটির নাম মাইকোব্যাক্টেরিয়াম ইন্ডিকাস প্রাণিল।
ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল এবং আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এরই মধ্যেই এ নতুন প্রতিষেধকটি অনুমোদন করেছে। পাইলট প্রজেক্টের অংশ হিসেবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিহার এবং গুজরাটের পাঁচটি জেলায় শিশুদের এ প্রতিষেধক দেওয়া হবে।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের ডিরেক্টর জেনারেল সৌম্য স্বামীনাথনের দাবি, পরীক্ষামূলক ব্যবহারে প্রমাণিত হয়েছে যে, এ প্রতিষেধকটি ব্যবহারের ফলে কুষ্ঠ আক্রান্তদের সংস্পর্শে থাকা ব্যক্তিদের মধ্যেও এ রোগে আক্রান্ত হওয়ার ঘটনা গত তিন বছরে প্রায় ষাট শতাংশ কমানো সম্ভব হয়েছে। এমনকি যাদের ত্বকে বিকৃতি শুরু হয়েছে, তাদের উপরে এ প্রতিষেধক প্রয়োগ করার ফলে রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠেছেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।