facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ ডিসেম্বর বুধবার, ২০২৪

Walton

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে যে রেকর্ডের দ্বারপ্রান্তে সাকিব


১১ মে ২০২৪ শনিবার, ০৫:২৬  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে যে রেকর্ডের দ্বারপ্রান্তে সাকিব

দরজায় কড়া নাড়ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসবে সংক্ষিপ্ত ফরম্যাটের নবম আসর। ইতোমধ্যে আসন্ন বিশ্বকাপের দল ঘোষণা করেছে দেশগুলো। এদিকে বিশ্বকাপের দল এখনও ঘোষণা দেননি বাংলাদেশ। তবে টাইগাররা দল ঘোষণা না দিলে অলরাউন্ডার সাকিব আল হাসানের দলে থাকা নিশ্চিত। তাই এবারের বিশ্বকাপে সাকিব খেললে নতুন এক কীর্তি গড়বেন।

বাংলাদেশের পোষ্টার বয় ব্যক্তিগত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন। এবার তার সেই তালিকায় যুক্ত হওয়ার দ্বারপ্রান্তে আরেকটি অনন্য রেকর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে আর ৩টি উইকেট নিলেই সাকিব বিশ্বের প্রথম বোলার হিসেবে ৫০ উইকেট নেয়ার কীর্তি গড়বেন। আবার সাকিব ক্রিকেটের ছোট এই ফরম্যাটের বিশ্বকাপের বাংলাদেশ ও বিশ্বের সর্বোচ্চ উইকেট শিকারিও। বর্তমানে তার উইকেট সংখ্যা ৪৭টি।

এদিকে এই তালিকার দৌড়ে সাকিবের সঙ্গে শীর্ষ ৫ উইকেটশিকারি সবাই অবসর নিয়েছেন। বিশ্বকাপে খেলবেন এমন ক্রিকেটারের মধ্যে সাকিবের পর আছেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তালিকায় ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার উইকেট সংখ্যা ৩১টি।

বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপ সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষ ১০ এ আছেন সাকিব। অষ্টম স্থানে থাকা সাকিব ৩৬ ইনিংসে ২৩.৯৩ গড় আর ১২২ স্ট্রাইক রেটে রান করেছেন ৭৪২। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান এসেছে ভারতের বিরাট কোহলির ব্যাট থেকে। ২৫ ইনিংসে তার রান ১১৪১।

এছাড়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আরও একটি রেকর্ড গড়তে যাচ্ছেন। ২০০৭, ২০০৯, ২০১০, ২০১৪, ২০১৬, ২০২১, ২০২২- পূর্বের ৮ টি আসরেই খেলেছেন এমন ক্রিকেটারের সংখ্যা কেবল ২। ভারতের রোহিত শর্মা ও বাংলাদেশের সাকিব আল হাসান। তাই এবারে রেকর্ড ৯ম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন এই দুই তারকা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ