facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৭ জানুয়ারি মঙ্গলবার, ২০২৫

Walton

বিশ্বের সবচেয়ে বড় গোলাপি রুবি রেকর্ড দামে বিক্রি


০৯ জুন ২০২৩ শুক্রবার, ০১:২৭  পিএম

আন্তর্জাতিক ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


বিশ্বের সবচেয়ে বড় গোলাপি রুবি রেকর্ড দামে বিক্রি

বিশ্বের মূল্যবান পাথরের মধ্যে রুবির নাম কার না জানা। হীরা, চুনি, পান্নার চেয়েও দাবি মনে করা হয় এই পদার্থকে। বিশ্বের সবচেয়ে বড় রুবিটি বৃহস্পতিবার নিলামে বিক্রি হয়েছে।

জানা গেছে, কানাডার প্রতিষ্ঠান ফুরা জেমস মোজাম্বিকের একটি খনিতে গোলাপি এই রুবিটি আবিষ্কার করে। ৫৫ দশমিক ২২ ক্যারেট ওজনের এই রুবির নাম ইসত্রেলা ডি ফিউরা। নিউইয়র্কের সোথবিস ম্যাগনিফিসেন্ট জুয়েলস এটি নিলামে তোলে।

এটি ৩৪.৮ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। অত্যন্ত বিরল রঙের এই গোলাপি রুবিটি নিয়ে ক্রেতাদের আগ্রহ ছিল অনেক।

সোথবিসের তথ্য অনুযায়ী, এর আগে সবচেয়ে দামি রুবিটির নাম ছিল সানরাইজ রুবি। ২৫.৫৯ ক্যারেটের ওই রুবি মিয়ানমারে আবিষ্কার করা হয়। ২০১৫ সালের সুইজারল্যান্ডের জেনেভায় ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয় সেটি। এটাই এতদিন পর্যন্ত সবচেয়ে দামি রুবির রেকর্ড দখল করে রেখেছিল।

গত বছরের জুলাই মাসে খনি থেকে ইসত্রেলা ডি ফিউরা রুবিটি উত্তোলন করার সময় রুবিটি ছিল ১০১ ক্যারেটের। পরে এটিকে কেটে ও পলিশ করে ৫৫ ক্যারেটে রূপ দেওয়া হয়েছে। এর অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে এটি প্রাণবন্ত লাল রঙে পরিণত হয়েছে। সূত্র: সিএনএন

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: