facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ মার্চ বুধবার, ২০২৫

Walton

বিসিবির নতুন চুক্তি: মাহমুদউল্লাহ বাদ, তাসকিন সবার শীর্ষে


১১ মার্চ ২০২৫ মঙ্গলবার, ১২:০৩  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বিসিবির নতুন চুক্তি: মাহমুদউল্লাহ বাদ, তাসকিন সবার শীর্ষে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ালেন মাহমুদউল্লাহ রিয়াদ। ইতিমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়া এই তারকা এবার নিজের অনুরোধে ওয়ানডে চুক্তি থেকেও বাদ পড়লেন। আজ বিসিবি ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে, যেখানে বেশ কিছু নতুন সংযোজন ও গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা গেছে।

মাহমুদউল্লাহর বিদায়, মুশফিকের অবনমন

গত কয়েক মাসে পারফরম্যান্সের ধারাবাহিকতা হারিয়ে ফেলেছেন মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে ব্যর্থতার পর থেকেই তাঁদের নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই মুশফিক ওয়ানডে থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন। তবে টেস্ট খেলা চালিয়ে যাওয়ায় বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তিনি থাকছেন, যদিও ‘এ’ ক্যাটাগরি থেকে নেমে মার্চ থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থান পাচ্ছেন তিনি।

নতুন চুক্তির কাঠামো: পাঁচ ক্যাটাগরির গ্রেডিং

২০২২ সাল থেকে সংস্করণভিত্তিক চুক্তির ধারাবাহিকতা বদলে এবার ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে—‘এ+’, ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’।

  • ‘এ+’ ক্যাটাগরিতে একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ। দেশের পেস বোলিং ইউনিটকে নেতৃত্ব দেওয়ার পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন সর্বোচ্চ বেতন—১০ লাখ টাকা মাসিক।
  • ‘বি’ ক্যাটাগরিতে পেসার নাহিদ রানা প্রথমবার জায়গা পেয়েছেন, যিনি গত বছর থেকেই গতির ঝড়ে নজর কেড়েছেন।
  • ‘সি’ ক্যাটাগরিতে নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন জাকের আলী, রিশাদ হোসেন ও তানজিদ হাসান।

চুক্তি থেকে বাদ পড়লেন যারা, ফিরলেন যারা

গত বছরের কেন্দ্রীয় চুক্তিতে থাকা সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, জাকির হাসান, মাহমুদুল হাসান ও নাঈম হাসান এবার বাদ পড়েছেন।

  • জাকির, মাহমুদুল ও নাঈম টেস্টের চুক্তিতে ছিলেন, আর টি-টোয়েন্টির চুক্তিতে ছিলেন নুরুল।
  • তাঁদের জায়গায় এবার কেন্দ্রীয় চুক্তিতে ফিরেছেন সৌম্য সরকার ও সাদমান ইসলাম।

বেতন ও ম্যাচ ফি বাড়ানোর পরিকল্পনা

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন জানিয়েছেন, নতুন কাঠামোতে টেস্ট ক্রিকেটারদের জন্য আর্থিক সুবিধা আরও বাড়ানো হয়েছে। এ ছাড়া বেতন কাঠামো পরিবর্তনের পাশাপাশি ম্যাচ ফিও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

কেন মাহমুদউল্লাহর চুক্তি নেই?

বিসিবির সূত্রে জানা গেছে, বোর্ড মাহমুদউল্লাহকে চুক্তিতে রাখতে চাইলেও তিনি নিজে এতে আগ্রহী ছিলেন না। ফলে মার্চ থেকে তাঁর নাম চূড়ান্তভাবে চুক্তির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

শেষ কথা

বাংলাদেশ ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তিতে এবার বড় পরিবর্তন এসেছে। অভিজ্ঞদের জায়গায় নতুন মুখের আগমন, বেতন কাঠামোর পুনর্বিন্যাস ও টেস্ট ক্রিকেটারদের জন্য বাড়তি সুবিধা—সব মিলিয়ে নতুন চুক্তি ক্রিকেটারদের জন্য কীভাবে প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: