০৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার, ১০:২০ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
দেশের শেয়ারবাজারে ৫৮ টি বীমা খাতের কোম্পানির মধ্যে ৫৭টি কোম্পানি ডিসেম্বর ২৪ মাসের বিনিয়োগ হালনাগাদ প্রকাশ করা হয়েছে। প্রকাশিত হালনাগাদ অনুযায়ী আলোচ্য মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১৭ কোম্পানির। অপরিবতির্ত রয়েছে ৩টি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়ে যাওয়া বীমা কোম্পানি গুলো হলো- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সিটি ইন্স্যুরেন্স পিএলসি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, জনতা ইন্স্যুরেন্স পিএলসি, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড , মার্কেন্টাইল ইসলামি কো., ফিনিক্স ইন্স্যুরেন্স কো, প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি, রিলিয়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি, রূপালি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, সেনা ইন্স্যুরেন্স পিএলসি, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ট্রাস্ট ইসলামি লাইফ কোম্পানি লিমিটেড।
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : নভেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৪৬.৮৭ শতাংশ, যা ডিসেম্বর মাসে ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৬.৮৯ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১৯.৭৩ শতাংশ, যা অক্টোবর মাসে ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯.৭১ শতাংশে।
বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : নভেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৫.৩৪ শতাংশ, যা ডিসেম্বর মাসে ০.৪৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪.৮৫ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩৬.৫৩ শতাংশ, যা অক্টোবর মাসে ০.৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭.০২ শতাংশে।
সিটি ইন্স্যুরেন্স পিএলসি : নভেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩৭.২১ শতাংশ, যা ডিসেম্বর মাসে ০.৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭.৯৫ শতাংশ। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২৬.৭১ শতাংশ, যা অক্টোবর মাসে ০.৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৫.৯৭শতাংশে।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি : নভেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২১.২০ শতাংশ, যা ডিসেম্বর মাসে ০.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১.২৭ শতাংশ। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩৭.৮০ শতাংশ, যা অক্টোবর মাসে ০.০৭শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৭.৭৩ শতাংশে।
জনতা ইন্স্যুরেন্স পিএলসি : নভেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৮.৩৯ শতাংশ, যা ডিসেম্বর মাসে ০.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮.৪৪ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫১.৭৪ শতাংশ, যা অক্টোবর মাসে ০.০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫১.৬৯ শতাংশে।
মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: নভেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৭.৪৯ শতাংশ, যা ডিসেম্বর মাসে ০.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭.৮৫ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫২.৪০ শতাংশ, যা অক্টোবর মাসে ০.৩৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫২.০৪ শতাংশে।
মার্কেন্টাইল ইসলামি ইন্স্যুরেন্স পিএলসি : নভেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩২.২৮ শতাংশ, যা ডিসেম্বর মাসে ০.১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২.৪৬ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩৩.২৪ শতাংশ, যা অক্টোবর মাসে ০.১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৩.০৬ শতাংশে।
ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: নভেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৩.৭০ শতাংশ, যা ডিসেম্বর মাসে ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩.৮৯ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪৮.১৩ শতাংশ, যা অক্টোবর মাসে ০.১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৭.৯৪ শতাংশে।
প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: নভেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৫.৬৪ শতাংশ, যা ডিসেম্বর মাসে ২.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭.৭৬ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫৪.৩৩ শতাংশ, যা অক্টোবর মাসে ২.১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫২.২১ শতাংশে।
রিলিয়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড : নভেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৪.৭৪ শতাংশ, যা ডিসেম্বর মাসে ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪.৭৫ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩১.০২ শতাংশ, যা অক্টোবর মাসে ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩১.০১ শতাংশে।
রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : নভেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২১.০৬ শতাংশ, যা ডিসেম্বর মাসে ০.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০.৮৬ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩৮.৪৬ শতাংশ, যা অক্টোবর মাসে ০.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৮.৬৬ শতাংশে।
রুপালি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : নভেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২১.০৬ শতাংশ, যা ডিসেম্বর মাসে ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০.৮৬ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩৮.৪৬ শতাংশ, যা অক্টোবর মাসে ০.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৮.৬৬ শতাংশে।
রূপালি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড : নভেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৮.৮৯ শতাংশ, যা ডিসেম্বর মাসে ৪.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩.২১ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪৯.০৪ শতাংশ, যা অক্টোবর মাসে ৪.৩২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৪.৭২ শতাংশে।
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : নভেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৫.৬২ শতাংশ, যা ডিসেম্বর মাসে ০.২৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫.৮৮ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫৪.৯৩ শতাংশ, যা অক্টোবর মাসে ০.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৪.৬৭ শতাংশে।
সেনা ইন্স্যুরেন্স পিএলসি : নভেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১২.২০ শতাংশ, যা ডিসেম্বর মাসে ০.০৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২.২৮ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২৭.৮০ শতাংশ, যা অক্টোবর মাসে ০.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭.৭২ শতাংশে।
সান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : নভেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৫.৫৩ শতাংশ, যা ডিসেম্বর মাসে ৫.৪৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১.০২ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪৮.৮১ শতাংশ, যা অক্টোবর মাসে ৫.৪৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৩.৩২ শতাংশে।
ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : নভেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৮.১৫ শতাংশ, যা ডিসেম্বর মাসে ০.৫৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮.৭০ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪০.৫০ শতাংশ, যা অক্টোবর মাসে ০.৫৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৯.৯৫ শতাংশে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।