facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

বেক্সিমকো, ইসলামী ব্যাংকসহ ৫ কোম্পানির দরপতনে কমল ডিএসই সূচক


১৮ নভেম্বর ২০২৪ সোমবার, ০৭:৫৯  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বেক্সিমকো, ইসলামী ব্যাংকসহ ৫ কোম্পানির দরপতনে কমল ডিএসই সূচক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার পাঁচ শীর্ষ কোম্পানির শেয়ার দরপতনে প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট কমে ৫,৩০০ পয়েন্টে নেমে এসেছে। তবে, লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়ে ৫৫১ কোটি টাকায় দাঁড়িয়েছে। বিশেষভাবে বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ারের দরপতনে সূচকটি বেশ প্রভাবিত হয়েছে।

শেয়ারবাজারের শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউস লংকাবাংলা সিকিউরিটিজের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বাজারে সোমবার সূচকে পতনে বড় ভূমিকা ছিল বেক্সিমকো ফার্মা, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এই পাঁচ কোম্পানির শেয়ারের দরপতনে ডিএসইএক্স সূচকটি প্রায় ২১ পয়েন্ট কমেছে। এর মধ্যে বেক্সিমকো ফার্মার শেয়ারের সাড়ে ৪ টাকা বা ৫ শতাংশ দরপতনে সূচকটি কমেছে ৬ পয়েন্টের বেশি। আর ইসলামী ব্যাংকের শেয়ারের ৮০ পয়সা বা দেড় শতাংশ দরপতনে ডিএসইএক্স সূচকটি কমেছে প্রায় ৬ পয়েন্ট। বাকি তিন কোম্পানির শেয়ারের দরপতনে সূচকটি ৯ পয়েন্ট কমেছে।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত ১৫ কার্যদিবসে বেক্সিমকো ফার্মার প্রতিটি শেয়ারের দাম ২২ টাকা বা প্রায় ৩২ শতাংশ বেড়েছে। গত ২৭ অক্টোবর কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ৬৯ টাকা ৪০ পয়সা। গত রোববার সেই দাম বেড়ে দাঁড়ায় ৯১ টাকা ৪০ পয়সায়। এরপর আজ সোমবার কোম্পানিটির শেয়ারের কিছুটা মূল্য সংশোধন হয়েছে। কারণ, ১৫ দিনে এই শেয়ারে বিনিয়োগকারীদের একটি অংশের ভালো মুনাফা হয়েছে। অনেকেই তাই শেয়ার বিক্রি করে সেই মুনাফা তুলে নিয়েছেন। এতে করে বিক্রির চাপ বেড়ে যাওয়ায় কোম্পানিটির শেয়ারের দরপতন হয়, যার প্রভাব পড়েছে সূচকেও।

ঢাকার বাজারে আজ লেনদেন হওয়া ৩৮০ প্রতিষ্ঠানের মধ্যে ২০৫টিরই দরপতন হয়েছে। দাম বেড়েছে ১৩৩টির আর অপরিবর্তিত ছিল ৪২টির দাম। মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল স্টাইল ক্রাফট, ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স, ডরিন পাওয়ার, সমতা লেদার ও গ্লোবাল হেভি কেমিক্যালস। এসব কোম্পানির প্রতিটির শেয়ারের দাম ১০ শতাংশ করে বেড়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: