facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

বেগুনি রঙের ফুলকপি চাষে আগ্রহ বাড়চ্ছে কৃকষদের


১৫ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার, ১২:২৪  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


বেগুনি রঙের ফুলকপি চাষে আগ্রহ বাড়চ্ছে কৃকষদের

প্রথম বারের মতো দিনাজপুরের হাকিমপুর উপজেলায় চাষ হচ্ছে বেগুনি রঙের ফুলকপি। অল্প খরচে বেশি লাভ এবং পুষ্টিগুণ ভালো হওয়ায় এসব কপি চাষে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার কৃষক।

উপজেলার ১ নং খট্রা-মাধবপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামে কৃষি বিভাগের সহায়তায় ২০ শতক জমিতে চাষ হচ্ছে বেগুনি রঙের ফুলকপি। প্রজাতি দুইটি একটি গ্রিন ক্রাউন অপর টি কেরোটিনা। ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন চাষিরা, চলছে প্রদর্শনী।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বলরামপুর গ্রামে বেগুনি রঙের ফুলকপির মাঠ পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর। পরিদর্শনে ছিলেন, হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমসহ অনেকেই।

উপজেলা বলরামপুর গ্রামের ফুলকপি চাষি মোকারম হোসেন বলেন, কৃষি অফিসের পরামর্শে ২০ শতক জমিতে উপজেলায় এই প্রথম আমি বেগুনি রঙের ফুলকপি চাষ করেছি। অন্যান্য ফুলকপির মতোই এই কপি চাষের খরচ। তবে বাজারে এর চাহিদাও বেশি এবং দামও বেশি। ফলন অনেক ভাল হয়েছে। আশা করছি আগামীতে আরও বেশি করে এই পুষ্টিকর সবজি চাষ করবো।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, বাজারে নতুন জাতের এই ফুলকপির বাড়ছে চাহিদা। ক্ষেতে রঙিন এসব সবজি দেখতে ভিড় করছে দর্শনার্থীরা। রঙিন ফুলকপিতে এন্টিঅক্সিডেন্ট বেশি পরিমাণে থাকায় দেশে বাড়ছে চাহিদা। আবাদ বাড়াতে নানা প্রণোদনা দেওয়া হয়েছে কৃষি বিভাগ থেকে। পাশাপাশি আমরা কৃষকদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে আসছি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: