facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪

Walton

বেপরোয়া সড়ক: উপদেষ্টা নাহিদের সতর্ক বার্তা


২১ ডিসেম্বর ২০২৪ শনিবার, ০২:২২  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বেপরোয়া সড়ক: উপদেষ্টা নাহিদের সতর্ক বার্তা

অন্তবর্তী সরকারের তথ্য, সম্প্রচার ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, সমাজের উচ্চপর্যায়ের কেউ সড়ক দুর্ঘটনায় জড়িত হলে তাঁদের বিচার না হওয়ার সংস্কৃতি সমাজে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে।

শুক্রবার ভোরে রাজধানীর পূর্বাচলে বেপরোয়া গতির প্রাইভেট কারের ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থী নিহত হন। গাড়িটি চালাচ্ছিলেন এক সাবেক সেনা কর্মকর্তার সন্তান। এই ঘটনা উল্লেখ করে নাহিদ বলেন, "একটা ধারণা তৈরি হয়েছে যে সমাজের প্রভাবশালীরা দায়মুক্তি পেয়ে যান। এটা রোধ করতে কাঠামোগত পরিবর্তন দরকার।"

তিনি শনিবার রাজধানীতে আয়োজিত ‘সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার’ শীর্ষক জাতীয় সংলাপে বক্তব্য রাখেন। বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের আয়োজনে এই অনুষ্ঠানে পরিবহন খাতের নানামুখী সমস্যার চিত্র তুলে ধরা হয়।

নাহিদ আরও বলেন, "সড়ক নিরাপত্তা নিশ্চিতে সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। রাজনৈতিক কর্মীদের দুর্নীতি বন্ধ না হলে শৃঙ্খলা ফিরবে না।" তিনি শিক্ষা, জনসচেতনতা এবং দুর্নীতি বন্ধে বহুমুখী পদক্ষেপের ওপর জোর দেন।

২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনের উদাহরণ টেনে তিনি বলেন, "সড়ক আন্দোলনের মূল কারণ ছিল জনগণের দীর্ঘদিনের ক্ষোভ। উন্নয়নের গল্প শোনা গেলেও নিরাপদ সড়ক নিশ্চিত করতে তা ব্যর্থ হয়েছে।"

বিআরটিএ চেয়ারম্যান মো. ইয়াসীন এবং বিভিন্ন স্টেকহোল্ডাররা সড়ক শৃঙ্খলা আনতে তাদের চ্যালেঞ্জ ও প্রস্তাব তুলে ধরেন। তবে নাহিদের মতে, "উন্নয়ন তখনই অর্থবহ হবে যখন তা সাধারণ মানুষের নিরাপত্তা ও সুযোগ–সুবিধা নিশ্চিত করবে।"

এতে অংশ নেওয়া বিশেষজ্ঞরা সড়ক খাতের বর্তমান সমস্যাগুলো সমাধানে রাজনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: