৩১ আগস্ট ২০২৪ শনিবার, ১১:০৭ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
চট্টগ্রামের মিরসরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। ওই শিক্ষার্থীর নাম আবদুল্লাহ আল তাহসিব। তার বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। শুক্রবার সকাল ১০টায় বারইয়ারহাট পৌর বাজারে এ হামলার ঘটনা ঘটে।
চট্টগ্রাম জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ফাহিম হোসেন বলেন, বন্যার্তদের ত্রাণ বিতরণের উদ্দেশে তাহসিব নিজ উপজেলা মিরসরাইয়ে আসেন। ওইদিন সকালে তিনিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন শিক্ষার্থী উপজেলার ধুম ইউনিয়নে ত্রাণ বিতরণের উদ্দেশে পৌর সদরে জড়ো হন। এ সময় বারইয়ারহাট বাজারের মো. নাছির উদ্দিন নামের এক দোকানি কয়েকজনকে নিয়ে তাহসিবের ওপর হামলা করেন। এ সময় তাহসিবের মাথায় জখম হয়। আহত অবস্থায় তাহসিবকে উদ্ধার করে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফাহিম হোসেন আরও বলেন, ২৫ আগস্ট ধুম ইউনিয়নে ত্রাণ বিতরণ করার সময় নাছির বাধা দিয়েছিলেন। নাছির বলেছিলেন, বণ্টনের জন্য ত্রাণসামগ্রী যাতে তাকে দেওয়া হয়। নাছিরের কথা না শুনে নিজেদের উদ্যোগে ত্রাণ বিতরণ করায় নাছির ক্ষিপ্ত ছিলেন। এর জেরে তাহসিবের ওপর হামলা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত মো. নাছির উদ্দিনকে একাধিকবার ফোন করা হয়। তবে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। জোরারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, ‘হামলার ঘটনা শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।