০৯ ডিসেম্বর ২০২৪ সোমবার, ০৯:৫৯ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
গত রোববার দিবাগত রাত ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানান, “ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে আমাদের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা ব্যাগ ও মোবাইল নিয়ে গেছে এবং হামলায় অনেকেই আহত হয়েছেন। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ-ও তাঁর ফেসবুক পোস্টে বিষয়টি উল্লেখ করেন। রাত সোয়া ২টার দিকে দেওয়া পোস্টে তিনি লেখেন, “আমরা প্রত্যেকেই জীবন বাজি রেখে চলি। যারা নারায়ণগঞ্জে আমার ভাই-বোনদের উপর হামলা চালিয়েছে, তাদের ক্ষমা নেই।”
হামলার ঘটনায় কেন্দ্রীয় নেতারা সরকারের কাছে দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
এ ঘটনায় ছাত্র আন্দোলনের কর্মী ও সমর্থকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনার বিস্তারিত কারণ এবং জড়িতদের বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
ঘটনার সুষ্ঠু তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আন্দোলনকারী নেতৃবৃন্দ।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।