০৯ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ১১:০১ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
সাকিব আল হাসান আবারও চেন্নাইয়ে বোলিং অ্যাকশন পরীক্ষায় ব্যর্থ হয়েছেন বলে জানা গেছে। ২১ ডিসেম্বরের পরীক্ষা শেষে বিসিবি শোনে যে, সাকিবের অ্যাকশন এখনও অবৈধ। তবে, আনুষ্ঠানিকভাবে ফলাফল না পাওয়ায় বিসিবি এ ব্যাপারে কোনো ঘোষণাও দিতে পারছে না।
আইসিসির নিয়ম অনুযায়ী, যদি কোনো বোলারের পরপর দুটি পরীক্ষায় অ্যাকশন ত্রুটিযুক্ত প্রমাণিত হয়, তবে পরবর্তী এক বছর তিনি বোলিং করতে পারবেন না। তবে, বিসিবির একটি সূত্র জানিয়েছে, সাকিব আপাতত বোলিং নিষিদ্ধ থাকবেন, তবে অ্যাকশন সংশোধন করার সুযোগ পাবেন।
এদিকে, সাকিবের পরীক্ষার ফল নিয়ে বিভিন্ন গুঞ্জন চলছে। কিছু সূত্র জানিয়েছে, পরীক্ষায় `টেকনিক্যাল এরর` বা কারিগরি ত্রুটি ছিল, যার ফলে সাকিবকে দ্বিতীয় পরীক্ষার সুযোগ দেওয়া হতে পারে।
সাকিবের এই দুর্দশা শুরু হয় গত সেপ্টেম্বরে ইংল্যান্ডে সারের হয়ে খেলা একটি ম্যাচের পর, যেখানে আম্পায়াররা তার বোলিং অ্যাকশনের বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করেন। এরপর লাফবরো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়া সাকিবের অ্যাকশন অবৈধ বলে ঘোষণা করা হয়। ২১ ডিসেম্বরের পরীক্ষার ফলও তার জন্য বিপদসঙ্কেত।
এখন সাকিবের সামনে একটাই প্রশ্ন—কী হবে তার ভবিষ্যত, কবে ফিরবেন তিনি বোলিংয়ে?
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।