১৮ ডিসেম্বর ২০২৪ বুধবার, ১১:০০ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
অবিশ্বাস্য বোলিং নৈপুণ্য, ওয়েস্ট ইন্ডিজ ১০২ রানে অলআউট
আর্নস ভেল গ্রাউন্ডে অবিস্মরণীয় জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাত্র ১২৯ রানের পুঁজি নিয়েও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপকে চুরমার করে ২৭ রানের জয় তুলে নিয়েছে টাইগাররা। এই জয়ের মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ দল।
বাংলাদেশের বোলিং আক্রমণ আজ যেন অপ্রতিরোধ্য ছিল। তাসকিন আহমেদ শুরু করেছিলেন এবং শেষটাও তাঁর হাতেই। ৩.৩ ওভারে মাত্র ১৬ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন তিনি। তানজিম (৪-১-২২-২), রিশাদ (৩-০-১২-২), মেহেদী (৪-১-২০-২) এবং হাসান মাহমুদের (৩-১-২৩-১) বোলিং তোপে ১৮.৩ ওভারেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
স্বল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের চেজ এবং আকিলের ব্যাটিং ছাড়া আর কেউই তেমন প্রতিরোধ গড়তে পারেননি। চেজ করেন ৩২ রান, আর আকিলের সংগ্রহ ৩১ রান। কিন্তু তাতে লাভ হয়নি। বাংলাদেশের বোলারদের আঁটসাঁট লাইন-লেংথ এবং ফিল্ডারদের দুর্দান্ত পারফরম্যান্সে জয় সহজ হয়ে যায় লিটন দাসের দলের জন্য।
ম্যাচসেরা শামীমের ঝলক
ব্যাট হাতে বাংলাদেশ দলের ত্রাতা ছিলেন শামীম হোসেন। তাঁর ১৭ বলে ৩৫ রানের ইনিংস শেষ পর্যন্ত বাংলাদেশের স্কোরটাকে ১২৯-এ নিয়ে গিয়েছিল। ম্যাচ শেষে শামীম বলেন, "ফিনিশার হিসেবে নিজের ভূমিকা পালন করতে পেরে ভালো লাগছে। কঠোর পরিশ্রমের ফল পেতে শুরু করেছি।"
টেস্টে ১-১ সমতা ও ওয়ানডেতে ৩-০ তে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টিতে এমন দাপুটে জয় নিঃসন্দেহে দারুণ প্রত্যাবর্তনের ইঙ্গিত। শুক্রবার সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে এখন হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া না করার লক্ষ্যে মাঠে নামতে হবে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১২৯/৭ (শামীম ৩৫*, মিরাজ ২৬, জাকের ২১; মোতি ২/২৫)
ওয়েস্ট ইন্ডিজ: ১৮.৩ ওভারে ১০২ (চেজ ৩২, আকিল ৩১; তাসকিন ৩/১৬, রিশাদ ২/১২)
ফল: বাংলাদেশ ২৭ রানে জয়ী
ম্যাচসেরা: শামীম হোসেন
সিরিজ: বাংলাদেশ ২-০ তে এগিয়ে
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।