facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

ব্যাংক এশিয়ার রিস্ক কমিটির চেয়ারম্যান ফের বাকী খলীলী


১০ মে ২০২৩ বুধবার, ০১:০৬  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


ব্যাংক এশিয়ার রিস্ক কমিটির চেয়ারম্যান ফের বাকী খলীলী

ব্যাংক এশিয়ার বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন অধ্যাপক এম এ বাকী খলীলী। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাকে পুনর্নির্বাচিত করা হয়।

অধ্যাপক এম এ বাকী খলীলী ব্যাংক এশিয়ার একজন স্বতন্ত্র পরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে বিকম (সম্মান) ও এমকম সম্পন্ন করে ১৯৭৫ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে শিক্ষক হিসেবে যোগদান করেন।

পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ইউনিভার্সিটি থেকে ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টে ১৯৮৭ সালে এমএসসি এবং ১৯৯১ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩৭ বছরের সফল শিক্ষকতা শেষে ২০১২ সালে তিনি অবসর গ্রহণ করেন। অধ্যাপক খলীলী একজন প্রখ্যাত শিক্ষাবিদ, প্রথিতযশা অর্থনীতিবিদ এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আর্থিক খাতের সুপরিচিত বিশেষজ্ঞ।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

কর্পোরেট -এর সর্বশেষ