২৩ মে ২০২৪ বৃহস্পতিবার, ১২:৩৭ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশ শিক্ষাতথ্য পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সৈয়দা নওয়ারা জাহান। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে কলেজ শাখার অতিরিক্ত সচিব। গত মঙ্গলবার শিক্ষাতথ্য পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) সৈয়দা নওয়ারা জাহান (পরিচিতি নং-৬৫০৫)-কে তার নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর মহাপরিচালক পদের অতিরিক্ত দায়িত্ব দেয়া হলো। বিধি মোতাবেক তিনি দায়িত্বভাতা প্রাপ্য হবেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।