২৩ এপ্রিল ২০২৩ রবিবার, ১১:৪৫ এএম
স্বাস্থ্য ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
![]() |
দূষণ, স্ট্রেস, অতিরিক্ত মসলাদার খাবার খাওয়া কিংবা রাত জাগাসহ নানা কারণে ত্বকে দেখা দিতে পারেন ব্রণ। ব্রণের সমস্যায় কিছু ঘরোয়া প্যাক ব্যবহার করতে পারেন। তবে ব্রণ খুব বেশি ভোগালে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অবশ্যই।
১। ত্বক পরিষ্কারের সময় ফেসওয়াশের বদলে ব্যবহার করুন টক দই আর বেসন। এই দুইয়ের মিশ্রণ ত্বকে ম্যাসাজ করে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর পানি দিয়ে দিয়ে ধুয়ে নিন। দিনে দুইবার ব্যবহার করুন।
২। তৈলাক্ত ত্বকের জন্য খুব ভালো একটি উপাদান হচ্ছে চারকোল। চারকোলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। এইবার এই মিশ্রণ ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। চারকোল ত্বকের বাড়তি তেল শোষণ করে নেয়।
৩। দারুচিনি গুঁড়া করে মধুর সঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। এই দুই উপাদানে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, যা ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে।
৪। অ্যালোভেরা জেল আর টি-ট্রি অয়েল একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
৫। হলুদ, টক দই আর মধুর প্যাক লাগান ত্বকে। ব্রণের প্রকোপ কমবে।
৬। চারকোল, নিম, অ্যালোভেরা একসঙ্গে মিশিয়ে ব্যবহার করুন ত্বকে। নিয়মিত ব্যবহার করলে কমে যাবে ব্রণ।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।