৩০ ডিসেম্বর ২০২৩ শনিবার, ১২:২৪ পিএম
আন্তর্জাতিক ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
![]() |
ব্রিকসে যোগ দেয়া প্রত্যাখ্যান করেছে আর্জেন্টিনা। আগামী ১ জানুয়ারি ৬টি দেশের এতে যোগদান কার্যকর হওয়ার কথা। কিন্তু তার আগেই শুক্রবার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ার মিলি। তিনি ব্রিকস নেতাদের কাছে এ বিষয়ে চিঠি লিখেছেন।
তাতে বলেছেন, বড় উদীয়মান অর্থনৈতিক এই গ্রুপে যোগ দেয়ার আমন্ত্রণ প্রত্যাখ্যান করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়েছেন দেশটির নেতারা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, ব্রিকস মূলত ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকাকে নিয়ে গড়ে উঠেছে। তারা আগস্টে দক্ষিণ আফ্রিকার সামিট থেকে ঘোষণা দেয় যে, পশ্চিমা নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থাকে মোকাবিলা করার জন্য নতুন ৬টি দেশ এতে যোগ দিচ্ছে। তা কার্যকর হবে ২০২৪ সালের ১লা জানুয়ারি। এই ছয়টি দেশ হলো আর্জেন্টিনা, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব, মিশর ও সংযুক্ত আরব আমিরাত।
তার মধ্যে আর্জেন্টিনা যোগ না দেয়ার সিদ্ধান্ত জানিয়ে ওই চিঠি লিখেছে। তাতে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট মিলি। বেশ কিছু মিডিয়ায় তা প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, এ সময়ে আর্জেন্টিনার সদস্যপদ যথাযথ বলে মনে করা হচ্ছে না। আর্জেন্টিনার প্রেসিডেন্ট উদারপন্থি। তাকে আউটসাইডার হিসেবে অভিহিত করা হয়। কারণ, তিনি এ মাসে আর্জেন্টিনার প্রচলিত রাজনৈতিক দলগুলোকে বড় ব্যবধানে পরাজিত করার পর দায়িত্ব নিয়েছেন। নির্বাচনী প্রচারণায় তিনি ব্রিকসে যোগ না দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
চিঠিতে প্রেসিডেন্ট বলেছেন, আগের সরকারের চেয়ে তার পররাষ্ট্রনীতি অনেকাংশে আলাদা। এ প্রেক্ষিতে আগের প্রশাসন যেসব সিদ্ধান্ত নিয়েছে তা পর্যালোচনা করা হবে। নির্বাচনী প্রচারণার সময় মিলি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের সঙ্গে আমাদের ভূরাজনৈতিক সম্পর্ক আছে। আমরা কমিউনিস্টদের মিত্র হতে যাচ্ছি না। যদিও তিনি বড় বাণিজ্যিক অংশীদার চীন ও ব্রাজিলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক কর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু ক্ষমতায় আসার পর সুর কিছুটা নরম করেছেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।