২৪ নভেম্বর ২০২৩ শুক্রবার, ০২:৪০ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
ব্রিটেনে নেট মাইগ্রেশন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় সরকার নতুন করে সমালোচনার মুখে পড়েছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের (ওএনএস) বৃহস্পতিবার (২৩ নভেম্বর) প্রকাশিত তথ্য অনুসারে নেট মাইগ্রেশন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
পরিসংখ্যানে দেখা গেছে, গত ডিসেম্বর থেকে এক বছরে এটি ৭ লাখ ৭৫ হাজারে পৌঁছেছে। অথচ এ বছরের জন্য পূর্ববর্তী অনুমান ছিল ৬ লাখ ৬ হাজার।
অভিবাসন কমানোর কয়েক বছর ধরে রক্ষণশীল সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও গত বছর নেট ইমিগ্রেশন রেকর্ড ৭ লাখ ৪৫ হাজার ছুঁয়ে যাওয়ার পরে প্রধানমন্ত্রী ঋষি সুনাক বিদেশি কর্মীদের উপর ব্রিটেনের নির্ভরতা কমাতে ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মুখোমুখি হচ্ছেন। এরই মধ্যে নতুন সমীক্ষার ফলাফল সে চাপে নতুন মাত্রা যোগ করেছে।
নেট মাইগ্রেশন রেকর্ড সংখ্যক বেড়ে যাওয়ার পরে তা নিয়ন্ত্রণে নির্বাচনকে সামনে রেখে সরকার কী ব্যবস্থা নেয়, সেটি এখন দেখার বিষয়।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।