facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি বুধবার, ২০২৫

Walton

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্বনির্ভর প্রযুক্তির বিকাশ নিয়ে আলোচনা


০৪ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার, ১০:৪০  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ব্র্যাক ইউনিভার্সিটিতে স্বনির্ভর প্রযুক্তির বিকাশ নিয়ে আলোচনা

ব্র্যাক ইউনিভার্সিটিতে `নাও টক` সিরিজের উদ্বোধন: উন্নয়নশীল বিশ্বে নিজস্ব প্রযুক্তির বিকাশ নিয়ে বিশ্লেষণ

ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ ডাটা অ্যান্ড সায়েন্সেস "দি নাও টক" (The Now Talks) নামে একটি বিশেষ আলোচনা সিরিজ চালু করেছে। এই সিরিজের প্রথম পর্ব, "স্বনির্ভরতা অর্জন: উন্নয়নশীল বিশ্বে নিজস্ব বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ" (Standing on Our Own Feet: Developing Homegrown Science and Technology in the Developing World through Activism), অনুষ্ঠিত হয় ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে।

অনুষ্ঠানে বিশ্বের স্বনামধন্য বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা উন্নয়নশীল দেশগুলোতে বিশ্বমানের বৈজ্ঞানিক পরিবেশ গড়ে তোলার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। আলোচনায় উপস্থিত ছিলেন স্ট্রিং থিওরির অন্যতম বিশেষজ্ঞ ও ব্রেকথ্রু ফান্ডামেন্টাল ফিজিক্স পুরস্কার জয়ী প্রফেসর অশোক সেন, ব্ল্যাকহোলের কোয়ান্টাম গঠনের উপর গবেষণা পরিচালনাকারী প্রফেসর সুব্রত রাজু, অর্থনীতি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ প্রফেসর জয়া মেহতা এবং ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ ডাটা ও সায়েন্সেস-এর ডিন প্রফেসর মাহবুবুল আলম মজুমদার। প্যানেল আলোচনাটি পরিচালনা করেন ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য সাদাফ সাজ।

বিশেষজ্ঞরা উন্নয়নশীল দেশগুলোতে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির জন্য কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল এবং গবেষণা ও বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। প্রফেসর অশোক সেন উল্লেখ করেন যে, সীমিত সম্পদের মধ্যেও মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অগ্রগতি সম্ভব। প্রফেসর জয়া মেহতা বিজ্ঞান ও অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সামাজিক কার্যক্রম সংযুক্ত করার গুরুত্ব ব্যাখ্যা করেন, যা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে ত্বরান্বিত করে।

প্রফেসর সুব্রত রাজু মেধা পাচার রোধের জন্য শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর জোর দেন, যাতে গবেষকদের জন্য উন্নত সুযোগ তৈরি হয়। অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার স্থানীয় সমস্যা সমাধানে মৌলিক বিজ্ঞান শিক্ষার ভিত্তি শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং তরুণদের দেশেই মেধার সদ্ব্যবহার করার পরামর্শ দেন।

এই আয়োজনের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি উন্নয়নশীল বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে, যা ভবিষ্যতে আরও নীতি ও কৌশলগত উন্নয়নকে উৎসাহিত করবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শিক্ষা -এর সর্বশেষ