facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৭ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

বড় উত্থানের সঙ্গে লেনদেন ৪৪ কার্যদিবসে সর্বোচ্চ


০৫ নভেম্বর ২০২৪ মঙ্গলবার, ০২:৫২  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বড় উত্থানের সঙ্গে লেনদেন ৪৪ কার্যদিবসে সর্বোচ্চ

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তাতে প্রধান সূচক বেড়েছে ১১২ পয়েন্টের বেশি। একইদিনে লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। যা ৪৪ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১১২ দশমিক ৫২ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৬৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২৯ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১১৯১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩০ পয়েন্ট বেড়ে ১৯৬৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৮৩৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ২ সেপ্টেম্বর ডিএসইতে সর্বোচ্চ লেনদেন হয়েছিলো ১ হাজার ৬৫ কোটি ৫৪ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩০৪টি কোম্পানির, বিপরীতে ৬৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ