facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ ডিসেম্বর শুক্রবার, ২০২৪

Walton

বড় ধরনের সুখবর ওরিয়ন ইনফিউশনের বিনিয়োগকারীদের


২৪ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার, ১১:৩৪  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বড় ধরনের সুখবর ওরিয়ন ইনফিউশনের বিনিয়োগকারীদের

শেয়ারবাজারে পতন পতন খেলা চলছেই। এই পতনে প্রতি কর্মদিবসই লেনদেনে অংশ নেয়া অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমছে। তবে ব্যতিক্রম কেবল বিকন ফার্মা। যখন অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমছে ঠিক তখন বাজার মাতাচ্ছেন ওরিয়ন ইনফিউশন।

জানা গেছে, অব্যাহত পতনে অন্যান্য কোম্পানির শেয়ারের মতো ওরিয়ন ইনফিউশনের শেয়ার দরও বাড়া-কমার মধ্যে দিয়ে লেনদেন হচ্ছিল। তবে চলতি মাসের ১১ ডিসেম্বর থেকে শেয়ারটির দর টানা বাড়তে থাকে। ১১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ৯ কর্মদিবসে মাত্র এক কর্মদিবস শেয়ারটির দর কমেছে। বাকি ৮ কর্মদিবসই শেয়ারটির দর বেড়েছে।

১১ ডিসেম্বর শেয়ারটির দর বেড়ে দাঁড়ায় ২৯৪ টাকা ৫০ পয়সা। ১৭ ডিসেম্বর পর্যন্ত শেয়ারটির দর বেড়ে দাঁড়ায় ৩৭৮ টাকা ৬০ পয়সায়। ১৮ ডিসেম্বর শেয়ারটির দর কিছুটা কমে ৩৭৪ টাকা ৭০ পয়সায় নেমে যায়। তবে ২৪ ডিসেম্বর লেনদেন শেষে শেয়ারটির দর বেড়ে দাঁড়ায় ৪২৩ টাকা ৬০ পয়সা।

১১ ডিসেম্বর যে শেয়ারটির দর ২৯৪ টাকা ৫০ পয়সায় ছিল। ২৪ ডিসেম্বর সেই শেয়ারটির দর বেড়ে হয় ৪২৩ টাকা ৬০ পয়সা। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর ১২৯ টাকা ১০ পয়সা বা ৪৪ শতাংশ বেড়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: