facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৭ জানুয়ারি মঙ্গলবার, ২০২৫

Walton

বড় পরিবর্তন: নবম শ্রেণি থেকে বিভাগ বিভাজন তুলে দেওয়ার পরিকল্পনা!


০৪ জানুয়ারি ২০২৫ শনিবার, ১১:৫২  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


বড় পরিবর্তন: নবম শ্রেণি থেকে বিভাগ বিভাজন তুলে দেওয়ার পরিকল্পনা!

শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের পরিকল্পনা করছে শিক্ষা বিভাগ। নবম শ্রেণি থেকে বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা বিভাগ তুলে দেওয়ার বিষয়টি নিয়ে কাজ শুরু হয়েছে। নতুন ব্যবস্থায় শিক্ষার্থীদের বাধ্যতামূলক কয়েকটি বিষয়ের পাশাপাশি উন্মুক্তভাবে পছন্দের বিষয় বেছে নেওয়ার সুযোগ থাকবে।

নতুন পরিকল্পনা: শিক্ষার্থীর পছন্দে বিষয় নির্বাচন

পরিকল্পনা অনুযায়ী, বাংলা, ইংরেজি, গণিত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ধর্মের মতো পাঁচ থেকে ছয়টি বিষয় বাধ্যতামূলক থাকবে। বাকি বিষয়গুলো উন্মুক্ত রাখা হবে, যেখানে শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী পদার্থ, রসায়ন বা অর্থনীতির মতো বিষয় বাছাই করতে পারবে।

আগামী শিক্ষাবর্ষ থেকে বাস্তবায়নের উদ্যোগ

এ পরিকল্পনা আগামী শিক্ষাবর্ষ থেকেই চালু করার কথা ভাবা হচ্ছে। তবে এটি বাস্তবায়নে রয়েছে কিছু চ্যালেঞ্জ। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো, শিক্ষক সংকট এবং সময়সূচি ঠিক রাখার মতো বিষয়গুলো মোকাবিলা করতে হবে।

পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে

শিক্ষাবিদদের মধ্যে এই পরিকল্পনা নিয়ে মতভেদ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান বলেন, “বিদেশি মডেল বাংলাদেশে হঠাৎ বাস্তবায়ন কঠিন। শিক্ষার্থীদের শিখনঘাটতি এবং শিক্ষকদের দক্ষতার অভাব এ উদ্যোগে বাধা সৃষ্টি করতে পারে।”

পরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘমেয়াদি প্রস্তুতির প্রস্তাব

শিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটিবি কর্মকর্তারা জানান, এখন থেকে সঠিক পরিকল্পনার মাধ্যমে উদ্যোগ নেওয়া হলে ভবিষ্যতে এটি বাস্তবায়ন সম্ভব। বিষয় নির্বাচনের স্বাধীনতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে সহায়ক হবে বলেও তারা আশা করছেন।

এ উদ্যোগ শিক্ষার্থীদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে, তবে এটি সফল করতে প্রয়োজন সঠিক প্রস্তুতি এবং সমন্বিত প্রচেষ্টা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শিক্ষা -এর সর্বশেষ